নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বৃহম্পতিবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। ইউএনও সোহাগ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়মা আফরোজ ইভা, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নারী ভাই চেয়ারম্যান ঝর্না বেগম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা প্রমুখ।
এবারের পতিপাদ্য বিষয় ছিলো- প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধীকার। এ সময় উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ তাতে অংশ নেন।