নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে অবৈধভাবে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুছ আলী (৫৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ আলী ওই গ্রামের মুনছুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুছ আলী বাড়ির পাশে থাকা পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে হুকিংয়ের মাধ্যমে অবৈধভাবে সংযোগ দিয়ে ধান মাড়াইয়ের চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজারের পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।