আড়াইহাজারে অপহরণের ২ঘন্টার মধ্যে কলেজ ছাত্রী উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে স্থানীয় এক কলেজ ছাত্রীকে অপহরণের ২ঘন্টার মধ্যে পুলিশ উদ্ধার করেছে। আড়াইহাজার পৌরসভা এলাকার রাসেল নামে এক বখাটে তাকে অপহরণ করে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিনি অপহরণের শিকার হন। তিনি গোপালদী এলাকার বাসিন্দা। পরে অপহৃতার পরিবার পুলিশকে বিষয়টি অবহিত করে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, স্থানীয় একটি কলেজের ছাত্রীকে রাসেলসহ তার আরও দুই সহযোগি মিলে অপহরণ করে। পরে অপহৃতার পরিবার থানায় লিখিত অভিযোগ দেয়। পুলিশের কয়েকটি দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে অপহৃতাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওসি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে।

add-content

আরও খবর

পঠিত