আড়াইহাজারে অন্ত:সত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ ‍উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে আলেখা নামে এক অন্ত:সত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ ‍উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলার দাইরাদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই এলাকার মফিজুল ইসলামের স্ত্রী। তিনি সাত মাসের অন্ত:সত্ত্বা ছিলেন।

গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির আহম্মেদ বলেন, আলেখার সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের কলহ চলছিল। এর জেরে মঙ্গলবার ভোরে গৃহবধূ শোবার ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়েছেন বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত