আড়াইহাজারে অটো রিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে সিএনজি চালিত অটো রিকশার ধাক্কায় শুকুর আলী (৫০) নামে পথচারীর মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় নোয়াপাড়া এলাকার মৃত আব্দুল হাশেমের ছেলে। সোমবার রাতে আড়াইহাজার-মদনপুর সড়কের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গাড়ী নিয়ে চালক পালিয়ে গেছে। আহত ব্যক্তিকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই রাত মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাহমিনা বলেন, আহত ব্যক্তির মাথায় আঘাত জনিত কারণে মস্তিকে রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই তার মৃত্যু হয়।

add-content

আরও খবর

পঠিত