আড়াইহাজারে অটোচালক হত্যা মামলায় গ্রেফতার ১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : চাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আড়াইহাজারে কালাপাহাড়িয়ার সড়কপাড়া নামক এলাকায় মঙ্গলবার (১২ মার্চ) রাতে নুরা আলম নামে এক অটো চালককে হত্যা করা হয়েছে। লোহার পাইপ দিয়ে বুকে ও মাটিতে আছড়ে তাকে হত্যা করা হয়।  সে ওই এলাকার মৃত নোয়াব আলীর ছেলে। তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় বুধবার (১৩ মার্চ) সকালে নিহতের ভাই আব্দুল সাত্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এর আগে গ্যারেজ মালিক শফিকুল ইসলাম ওরফে সিদ্দিককে  জনতা গণধোলাই দিয়ে পুলিশে র্সোপদ করেছেন। তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সে স্থানীয় মিছির আলীর ছেলে।

মামলায় উল্লেখ্য বিবরণ থেকে জানাযায়, নুরা আলম অটোর চাকা মেরামত করতে শফিকুলের গ্যারেজে দেয়। পরে তাকে চাকা পাল্টে অন্য অটোর চাকা দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে প্রথমে লোহার পাইপ দিয়ে বুকে মারা হয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপরে তুলে ফের মাটিতে আছাড়া দেয়া হয়। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে।

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কত্যর্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী গ্যারেজ মালিক শফিকুল ইসলাম ওরফে সিদ্দিককে  জনতা গণধোলাই দিয়ে পুলিশে র্সোপদ করেন। বুধবার সকালে নিহতের ভাই সাত্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তে মর্গে প্রেরণ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত