নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আড়াইহাজারে অজ্ঞাত নামা এক নারীর লাশ উদ্ধার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। ২রা সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার গোপালদী পৌর সভার লক্ষিবরদী মাদরাসা সংলগ্ন চক থেকে পানির মধ্যে লাশটি পাওয়া যায়।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) গাজী শামীম জানান, দুপুরের ১২টার দিকে স্থানীয়রা একটি লাশ চকে পানির মধ্যে পড়ে আছে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশটি পচেঁ গলে গেছে। তার বয়স ২০ থেকে ২৫ এর ভিতর হতে পারে। গায়ে শুধু মাত্র একটি ব্লাউজ আছে।
পুলিশের ধারণা তাকে অন্য কোথাও থেকে এনে হত্যা করে এখানে ফেলে রেগেছে । লাশটি ৮/১০দিন আগের হতে পারে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শওকত হোসেন জানান, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।