আাগামী ৩রা মে জনপ্রিয় নারায়ণগঞ্জস্থান ফেইসবুক গ্রুপের গেট টুগেদার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান )  : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক নারায়ণগঞ্জস্থান ফেইসবুক গ্রুপের এক লাখ সদস্য পূর্ণ হওয়ায় আগামী ৩রা মে বৃহস্পতিবার গেট টুগেদার-এর অনুষ্ঠান আয়োজন করা হবে।

জানা যায়, নারায়ণগঞ্জস্থান গ্রুপটিতে বর্তমানে এক লাখ সদস্য পূর্ণ হয়েছে। এক লাখ সদস্য পূর্ণ হওয়ায় ব্যাপক পরিসরে নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিনবৃন্দরা আগামী ৩রা মে বৃহস্পতিবার নগরীর চাষাড়ার বাগান বাড়ি রেস্টেুরেন্টে বিকাল সাড়ে ৪ টার সময় গেট টুগেদার এর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

আরও জানা যায়, নারায়ণগঞ্জস্থান গ্রুপের সকল সদস্যদেরকে গেট টুগেদার এ অংশ নিতে হলে নির্ধারিত নিয়মে রেজিস্ট্রেশন করতে হবে । রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে জনপ্রতি তিন শত টাকা করে।

গেট টুগেদার অনুষ্ঠানটি আয়োজন করা নিয়ে গ্রুপ সদস্যরা বেশ আগ্রহী ও আনন্দিত। বর্তমানে এডমিনবৃন্দ গেট টুগেদারটি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন । ১৯ এপ্রিল থেকে  নারায়ণগঞ্জস্থান গ্রুপে একটি পোষ্টের মাধ্যমে এই গেট টুগেদার এর ঘোষণা দেন গ্রুপ এডমিন প্যানেলের আরেফিন রওশন হৃদয়।

তিনি সেখানে লিখেছেন, বলেছিলাম ১০০ কে মেম্বার উপলক্ষে ঘটা করেই এবার গেট টুগেদার আয়োজন করা হবে। আমরা সে উদ্দেশ্যেই আগামী ০৩রা মে আমাদের গ্র্যান্ড গেট টুগেদার সেলিব্রেট করতে যাচ্ছি। যেহেতু এটা ব্যাপক পরিসরে  করে করা হচ্ছে তাই এবার আসতে হলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করেই আসতে হবে। আমাদের রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে তাই দেরী না করে টোকেন কালেক্ট করুন ! আগেই বলি আসন সংখ্যা সীমিত তাই একটি নির্দিষ্ট সংখ্যার পরে আমরা ইচ্ছা করলেও আর নিতে পারবো না।

এ্যাডমিন প্যানেল হৃদয় আরও লিখে জানিয়েছেন, প্রোগ্রামটি আগের মান্থলি মিটিং গুলো থেকে একদম আলাদা এবং বড় করে আয়োজন করছি তাই রেজিস্ট্রেশন জনপ্রতি টাকা করে নেয়া হচ্ছে ! নারায়ণগঞ্জস্থান গ্রুপের গেট টুগেদার আয়োজনটি মূল আকর্ষণ থাকবে পুরান ঢাকার বিখ্যাত আগুন পান।

অনুষ্ঠানটির সূচনা করা হবে কেক কেটে। তার সাথে রয়েছে আড্ডা মাস্তি ও কুইজ কৌপনের ব্যবস্থা। একই সাথে রাতের ডিনারের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জস্থানের গ্রুপের পক্ষ থেকে টি-শার্টও করা হয়েছে। তবে এই টি-শার্টের জন্য ১৫০ টাকা জনপ্রতি প্রদান করতে হবে।

add-content

আরও খবর

পঠিত