আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা ঢাকায় নিশ্চিত করা হচ্ছে : ডিসি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন বলেছেন, যারা দগ্ধ হয়েছেন তাদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে এসেছিলাম। এখানে রোগীদের ঢাকায় প্রেরণ করা হয়েছে। আমি ঢাকায় যোগাযোগ করেছি এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা ঢাকায় নিশ্চিত করা হচ্ছে।

৪ঠা সেপ্টেম্বর শুক্রবার রাত পৌনে ৯টায় তল্লা সবুজবাগ জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় প্রায় ২৫ জন মুসুল্লি অগ্নিদগ্ধ হয়েছেন। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের বেশীর ভাগই শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। সদর জেনারেল হাসপাতালে তাদের দেখতে গিয়েই এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাস্থ্য সচিবসহ শীর্ষ পর্যায়ের কথা বলেছি, ঢাকা জেলা প্রশাসককে অনুরোধ করেছি তারা বিষয়টি দেখছেন এবং তারা সেখানে যাবেন। বার্ণ ইউনিটে যারা থাকবে তাদের চিকিৎসায় কোন গাফিলতি হবেনা। যারা দগ্ধ হয়েছেন তারা যেন দ্রুত সুস্থতা পান সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। আমরা যে যেখানে আছি সেখান থেকেই তাদেরকে সাপোর্ট দেব। এখানে ডাক্তার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এখানেই যদি কোন সাপোর্ট লাগে তাও দেয়া হবে।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম) বার, সহকারি কমিশনার আব্দুল মতিন খান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর আব্দুল করিম বাবু প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত