নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে ডিবি পুলিশের বিরুদ্ধে জাল টাকাসহ আটক এক আসামীকে ৭০ হাজার টাকা উৎকোচ নিয়েও আদালতে চালান দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসামীর স্ত্রী বিউটি আক্তার গাড়ির বাম্পারের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে বাধ্য হয়ে ৭০ হাজার টাকা ফেরত দিয়েছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ১২ অক্টোবর বিকেল ৩টায় নারায়ণগঞ্জ আদালতপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী আইনজীবী ও আসামীর পরিবার জানিয়েছে, বুধবার রাত পৌঁনে ১২টার দিকে সাইনবোর্ড এলাকা থেকে পরিবহন ব্যবসায়ী ইসহাক বেপারীকে ৩১ হাজার টাকা জালনোটসহ ডিবি পুলিশের এসআই আসাদ, মোল্লা টুটুল ও এসআই আশরাফ আটক করে। রাতে ইসহাক বেপারীকে ছেড়ে দেয়ার জন্য তার পরিবারের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা উৎকোচ দাবি করে। দরকষাকষি করে দেড় লাখ চুক্তি হয়।
পরে বৃহস্পতিবার সকালে ইসহাক বেপারীর স্ত্রী বিউটি তার স্বামীকে ছাড়াতে ডিবি পুলিশ অফিসে গিয়ে ৭০ হাজার টাকা প্রদান করেন এবং তাকে জানানো হয় তার স্বামীকে ছেড়ে দেয়া হবে। কিন্তু বাকী টাকা না দেয়ায় তার স্বামীকে মাইক্রোবাসযোগে দুপুর আড়াইটায় আদালতে চালান করে দেয়ার জন্য কোর্টে নিয়ে যায়। বিউটি বেগম আদালত পাড়ায় ডিবি পুলিশের গাড়ির বাম্পারের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
তিনি চিৎকার করে বলতে থাকেন, হয় আমার স্বামীকে ছেড়ে দেয়া হোক। না হলে ঘুষের ৭০ হাজার টাকা ফেরত দেয়া হোক। এসময় আইনজীবী ও উৎসুক লোকজন ডিবি পুলিশের গাড়ি ঘিরে ফেলে। তখন ডিবি পুলিশ বিউটি বেগমকে দ্রুত কোর্ট পুলিশ পরিদর্শকের রুমের দিকে নিয়ে যায়। এসময় সাংবাদিকরা যেতে বাইলে তাদেরকে বাধা দেয়া হয়। পরে আসামীর শ্যালিকা ঝুমা ইসলামের কাছে ৭০ হাজার টাকা ফেরত দেয়া হয়।
এ প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন জানিয়েছেন, টাকা ঘুষ নেয়ার অভিযোগটি সত্য নয়। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।