নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সাংবাদিক ও সমাজকর্মী মান্নান ভূঁইয়ার হত্যা চেষ্টাকারীরা জামিনে এসে আরো বেপোরোয়া হয়ে উঠেছে। ২৬ সেপ্টেম্বর সোমবার সকালে মান্নান ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে আবারো জামিনে আসা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা তার বাড়ীতে হামলার চেষ্টা চালায়। এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আসামীরা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগীতা নিয়ে উৎকোচের বিনিময়ে সাংবাদিক মান্নান ভূঁইয়াকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টায় আসামীরা এবং আসামীদের বাহিনীসহ পুলিশ মান্নান ভূঁইয়ার বাড়ীতে গিয়ে উল্টু পুলিশ আসামী ও সন্ত্রাসীদের উপস্থিতিতে মান্নান ভূঁইয়ার বাবা-মাকে সহ পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় গ্রেফতার করার হুমকি এবং মান্নান ভূঁইয়াকে রাইফেল এর বাড দিয়ে পিটিয়ে মারার হুমকি দেয়। এতে মান্নান ভূঁইয়ার পরিবার ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ে।
এ সময় মান্নান ভূঁইয়া বাড়ীতে উপস্থিত ছিল না। খবর পেয়ে মান্নান ভূঁইয়া সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শরাফত উল্লাহকে ঘটনাটি জানালে বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে খোঁজ খবর নিয়ে দেখছেন। ঐ সময় মান্নান ভূঁইয়া সদর সার্কেল এএসপি আব্দুল আল মাসুদকে ঘটনাটি বললে তিনি তাকে আস্বস্ত করেন। এছাড়া জেলা পুলিশ সুপার মইনুল হককে ঘটনাটি মান্নান ভূঁইয়া অবগতি করলে তিনি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।
জানাযায়, গত কয়েকদিন ধরে সাংবাদিক এম এ মান্নান ভূঁইয়াকে আবারো হত্যার উদ্দেশ্যে চিহ্নিত বহিরাগত সন্ত্রাসী এবং জামিনে আসা আসামী ভূমিদস্যু শাহজাহান, শহিদুল্লাহ, সাইদুল, হিয়াইল্লা ইয়াসিন, জামান, ডাকাত দেলু, চাঁদাবাজ হিমেল, ডিএইচ বাবুল, সওকত আলী মোহন, রাশেদ, মাকিদুল বেপারী, ইমন সহ আরো কয়েকজন জীবন নাশের হুমকি দিয়ে আসছে। এঘটনায় মান্নান ভূইয়া সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেছিল। জার নং ৩৮০। শুধু তাই নয় আসামীরা এতই বেপোরোয়া হয়ে উঠেছে যে, যে কোন মূল্যে মান্নান ভূঁইয়াকে পুলিশী হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে মানসম্মান ক্ষুণ্য সহ বাড়ী ঘর ভাংচুর করে এলাকা ছাড়া করার হুমকি দেয়। যার ফলে গত ২১ সেপ্টেম্বর পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে সমাজ কর্মী। যার স্মারক নং আর-২১৮১/ভি। তারপরও জামিনপ্রাপ্ত আসামীরা ২৫ সেপ্টেম্বর রবিবার এবং ২৬ সেপ্টেম্বর সোমবার সকালে দলবল নিয়ে মান্নান ভূঁইয়া ও তার পরিবারকে হুমকি দেয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে বার বার অবগতি করলেও পুলিশ এ ব্যাপারে তেমন কোন পদক্ষেপ না নিয়ে উল্টো আসামীদের পক্ষ হয়ে সোমবার দুপুরে এস আই সুজন সঙ্গী ও ফোর্সসহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে মান্নান ভূঁইয়ার বাড়ীতে গিয়ে পরিবারের সাথে খারাপ আচরন করে এবং মান্নান ভূঁইয়াকে পেলে রাইফেলের বাড দিয়ে পিটিয়ে সাংবাদিকতা ছুটিয়ে দিবে বলে পুলিশ হুমকি দেয়। এছাড়া একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার কথা বলেন। এ অবস্থা দেখে পুলিশের হুমকিতে মান্নান ভূঁইয়ার পরিবার সংকিত ও আতংকিত হয়ে পড়ে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় মান্নান ভূঁইয়া বলেন, আমি আসামীদের গ্রেফতার এর কথা বললেও পুলিশ গ্রেফতার করে না। আসামীদের দেখিয়ে দিলেও পুলিশ থাকে নিরব অথচ আসামীদের পক্ষ হয়ে মিথ্যা অভিযোগের ভিত্তিতে সাথে সাথেই আমাকে গ্রেফতার করতে চলে আসে পুলিশ। আমরা কোন দেশে বসবাস করছি। এটিই কি তাহলে আইনের শাসন। আসামী পুলিশ ভাই ভাই বাদী পক্ষের রেহাই নাই। এ ঘটনায় জেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবেন বলে আশা করছি।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ জানান মান্নান ভূঁইয়ার বাড়িতে আমাকে অবগত না করেই পুলিশ গিয়েছিল। তবে মান্নান ভূঁইয়ার ঘটনাটি যেহেতু আমি জানি সেহেতু মান্নান ভূঁইয়াকে কেউ হয়রানি করতে পারবে না। তবে পুলিশ কারো সাথে খারাপ আচরন করেনি।