আসছে বেগুনি রঙের ৫ টাকার নোট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বৃহস্পতিবার ৫ জানুয়ারী হালকা বেগুনি রঙে মুদ্রিত নতুন পাঁচ টাকার নোট বাজারে আসছে। ঐ দিন থেকেই বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে পাঁচ টাকার নোট পাওয়া যাবে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন রঙের এই পাঁচ টাকার নোটে অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদের স্বাক্ষর রয়েছে। এছাড়া বাকি সব ডিজাইন আগের মতোই থাকবে। অর্থাৎ নোটটির সামনের পিঠে জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং পিছনের পিঠে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি থাকবে।

এছাড়া নোটটির আকার, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানের পাঁচ টাকার নোটের মতোই হবে। নতুন রঙের এই পাঁচ টাকার নোটের পাশাপাশি বর্তমানে বাজারে প্রচলিত পাঁচ টাকার নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে বলে জানান অর্থ মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০১৬ সালের জুন মাসে অর্থ সচিবের স্বাক্ষর করা ৫ টাকার নোট বাজারে আসার আগে এটি ব্যাংক নোট হিসাবে ছিল। তবে ৫ জুন প্রথমবারের মতো সরকারি নোট হিসেবে পাঁচ টাকার নোট বাজারে আসে। তার আগে ২০১৫ সালের ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ টাকাকে ব্যাংক নোট থেকে সরকারি নোটে রূপান্তর করার প্রস্তাবে সম্মতি দেন। এর পরই অর্থ সচিব মাহবুব আহমেদের স্বাক্ষরে নতুন পাঁচ টাকার নোট ছাপার কাজে হাত দেয় সরকার। নতুন ব্যাংক নোটে বাংলাদেশ ব্যাংক লেখা থাকে তিন জায়গায়। সামনের অংশে বাংলায় একবার, পেছনের অংশে একবার বাংলায় ও একবার ইংরেজিতে। এ ছাড়া সামনের অংশে টাকার অঙ্ক উল্লেখসহ লেখা থাকে চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। বাজারে প্রচলিত ৫ টাকা থেকে ১ হাজার টাকার নোটে এগুলো আছে। কিন্তু সরকারি নোট হয়ে যাওয়া অর্থ সচিব স্বাক্ষরিত নতুন পাঁচ টাকার নোটে এই কথাগুলো থাকবে না। লেখা থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত