আশার বাড়িতে পুলিশি অভিযান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশার বাড়িতে পুলিশি অভিযান হয়েছে বলে জানান তার পারিবারিক সুত্র। রোববার (৯ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালিত হয় বলে জানা যায়।

এ সময় তার পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম গুরুত্বর অসুস্থ হওয়ার কারনে তাকে নিয়ে বেশ কিছু দিন যাবৎ ঢাকায় ব্যস্থ রয়েছে, তার একমাত্র ছেলে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা। তবুও তাকে সদর থানায় একটি মামলার আসামী করা হয়েছে। এর আগে হজ্ব পালনে তার বাবার সাথে সৌদী আরবে থাকা কালীনও মামলার আসামী হয়েছে। এই ভাবে একজন ব্যক্তিকে ভূতেরে মামলা দিয়ে হয়রানী করার কোন মানে হয় না। সেও মানুষ তারও পরিবার পরিজন আছে, শুধু মাত্র রাজনীতি করার অপরাধে এই ভাবে হয়রানী না করার আহবান জানাছি। রোববার তল্লাশীর নামে রাতের আধারে বাড়ীতে ঢুকে এই ভাবে হয়রানী না করে দেশ ও জনগনের কল্যায় মুখী কাজে প্রশাসনকে নিয়োজিত হওয়ার আহবান জানান তার পরিবার।

add-content

আরও খবর

পঠিত