আলবিদা রমজানুল করীম জুম্মায় অশ্রু বানে মুসল্লিদের চোখ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আল বিদা মাহে রমজান আল বিদা। আজ ৩১ মে শুক্রবার ২৫ রমজান পবিত্র জুমাতুল বিদা। এবারের মত মাহে রমজানের শেষ জুম্মা। তাই নারায়ণগঞ্জ নগরীর প্রতিটি মসজিদেই ছিলো ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড়। অনেকে মসজিদে জায়গা না পেয়ে আশেপাশের সড়‌কেই জুম্মার নামাজ আদায় করেন। পবিত্র মাহে রমজান মাসের রহমত, মাগফিরাত এর মত নিয়ামত অতিবাহীত হয়ে নাজাতের মাঝামাঝি সময়ে আজ ২৫ রমজান জুমাতুল বিদার জুম্মার নামাজ সম্পন্ন হল।মসজিদে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ খুতবাহ পাঠ করা হয়। যাকাত আদায়ের ওপর গুরুত্বারোপ করে ঈমান নিয়ে চলার উপর বয়ান করেন ইমাম। খুতবাহ শেষে মুসল্লীরা এক সাথে নামাজ আদায় করেন। পরে মৃত, অসুস্থসহ দেশ, জাতি ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এবারের রমজান মাসটি যদি ত্রিশ দিন পূর্ণ করেও ঈদ হয় তাহলেও এ রমজান মাসে কোন পবিত্র জুম্মাবার পাওয়া যাবে না। ধর্মপ্রাণ মুমিন মুসল্লিদের চোখ ডেকেছে অশ্রুর বান। আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করেছে এই বরকতময় রমজানকে উসিলা করে যেন সকল মুসলিম উম্মাহকে আল্লাহ মাফ করে দেন (আমিন)।narayanganjbarta24সকল মুসল্লিদের আফসুস হায় চলে গেল রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাস ছিল কবরবাসীদের সকল আজাব থেকে মুক্তির মাস। আল বিদা মাহে রমজান আল বিদা। মাহে রমজানের শেষ জুম্মা অতীব গুরুত্বময় ও মর্যাদাপূর্ণ একটি দিন। এ দিন গুনাহ মাফ ও নাজাতের জন্য কান্নাকাটির দিন। এ জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হন মসজিদে। আল্লাহর কাছে দু হাত তুলে রোনাজারি করে নিজেদের কবর আজাব ও জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য কাঁদেন আল্লাহর দরবারে।

add-content

আরও খবর

পঠিত