নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ চাষাঢ়া আল জয়নাল ট্রেড সেন্টারে ব্যবসার পিছনে সন্ত্রাসী তান্ডব, চোর পিটিয়ে মহাউৎসব, ৭০ হাজার টাকা মুক্তিপনের বিনিময়ে মিলল চোরের নিষ্পত্তি। ঘটনার বিবরনে নাম জানাতে অনিচ্ছুক একজন প্রত্যক্ষ্যদর্শী জানায়, ৬ এপ্রিল বুধবার রাত ৮টায় ২ জনকে চোর আখ্যা দিয়ে বেদারক মারধর করেছে উক্ত মার্কেটে দায়িত্বরত ম্যানেজার সহ দোকানের মালিক ও কর্মচারীরা। চোর আখ্যা দিয়ে মারধর কালীন সময় তাদেরকে এখানে আসার উদ্দেশ্য কি ? এবং বাড়ি কই ? জিজ্ঞাসা করা হলে তারা একাধিকবার বলে আমরা মার্কেটে মোবাইল দেখছিলাম, ঢাকা থেকে আসছি, আমরা চোর না ! কিন্তু কথা বললেই ক্রমান্বয়েই সন্ত্রাসীদের মত একজনের পর আরেকজন ম্যানেজার সহ ওয়ালটন, লাক্সারী, সু- গার্ঢেন, দোকানের মালিক ও কর্মচারীরা কেউ না কেউ তাদেরকে অন্যায়ভাবে মারতে থাকে।
প্রত্যক্ষদর্শী আরও জানায়, যদি মারধরের শিকার হওয়া ২ জন ব্যাক্তি চোর হয়ে থাকে কিংবা কোন অন্যায় করেই থাকে তার জন্য আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী খুব নিকটেই আছে তাদের কাছে সোর্পদ করা উচিৎ ছিলো। কিন্তু ওনারা আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং র্নিমমভাবে মারধর করে রক্তাক্ত জখম করেছে। মারধরের এক পর্যায়ে নানা ভয় ভীতি দেখিয়ে আটকে রেখে তাদের ২ জনকে দিয়ে ফোন করিয়ে ৭০ হাজার টাকা মুক্তিপন নিয়ে পরবর্তিতে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এসময় মার্কেটের সামনে ভীড় জমায় উৎসুক জনতা। মুহুর্তেই পাল্টে যায় সকলের ধারনা, জন্ম নেয় নতুন রহস্য ও প্রশ্ন ? চাষাঢ়া আল জয়নাল ট্রেড সেন্টারে এখনো জমে উঠেনি ব্যবসা প্রতিষ্ঠানগুলো, রয়েছে ক্রেতা সল্পতা ! কিন্তু ২ জনকে চোর বলে আখ্যায়িত করে পিটানো হলো পরে টাকা নিয়ে ছেড়েও দিলো ! তাহলে আমরা যারা সাধারণ ক্রেতা আছি আমরা কি নিরাপদ ?
আবার এমন গুঞ্জনও শোনা যায় এগুলো মালিকের কারনেই সম্ভব হয়েছে। কারণ তার মার্কেটের কিছু বেতন ভুক্ত সন্ত্রাসীরা তার ক্ষমতার প্রভাবেই এ কাজ গুলো করতে সক্ষম হয়ে ছিলো।
এ ব্যাপারে আল জয়নাল ট্রেড সেন্টারের মালিক জয়নাল সাহেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং ব্যস্ততার দোহায় দিয়ে ফোনটি কেটে দেয়। তারপর একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোন সাড়া দেননি, কেটে দেয়।