নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন , মহান আল্লাহ তায়ালা আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমির উন্নয়ণের জন্যই জননেত্রী শেখ হাসিনাকে নিরাপদ রেখেছেন। ফলে তিনিও জীবনবাজি রেখে দেশের উন্নয়ণ কাজ করে যাচ্ছেন। একমাত্র একালজয়ী নেত্রীর দ্বারায়ই বাংঙ্গালী জাতির ভাগ্যউন্নয়ণ সম্ভব।
তিনি ১৭ ফেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নে নুনেরটেক এলাকায় পুলিশের উদ্যোগে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, মেধাবী পুলিশ কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান , র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন , মহান স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিরা এখনো সক্রিয় রয়েছে। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বাঙালী জাতির স্বপ্নকে ধূলিসাৎ করতে চেয়েছিল। কিন্তু মহান আল্লাহ তায়ালা আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমির উন্নয়ণের জন্যই জননেত্রী শেখ হাসিনাকে নিরাপদ রেখেছেন। ফলে তিনিও জীবনবাজি রেখে দেশের উন্নয়ণ কাজ করে যাচ্ছেন। ওই স্বাধীনতা বিরোধী শক্তিরা যাতে ভবিষ্যতে কোনরুপ ধ্বংসাত্মক কাজ না করতে পারে সে জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মাঝে দুর্বলতা পেলে তারা সে সুযোগকে কাজে লাগিয়ে দেশকে ধ্বংসের চেষ্টা চালাবে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান , স্থানীয় সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার , উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা , সাংসদ লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ও সোনারগাঁ মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস নেত্রী ডালিয়া লিয়াকত , থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম , উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম রূপন , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার , সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা , অধ্যক্ষ মাহমুদা ইসলাম ফেন্সি , সনমান্দী ইউপির স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান আলহাজ্ব শাহাবুদ্দিন সাবু , বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক , উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী সুলতান খাঁন।
এমপি খোকা তার বক্তব্যে আরো বলেন , নুনেরটেকে বালু কাটার সঙ্গে স্থানীয়রাও জড়িত। আমি তাদেরকে বালু সন্ত্রাসীদের সহযোগীতা না করার জন্য কুরআন শরীফ ধরিয়ে ওয়াদা করিয়েছিলাম। কিন্তু তারা তা লঙ্ঘন করেছে। নিজেরা সচেতন না হলে প্রশাসনের একার পক্ষে সব কাজ করা সম্ভব হয় না। তবে বর্তমানে সোনারগাঁয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিশেষ করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। এজন্য আমি ওসি মঞ্জুর কাদেরসহ অন্য সবাইকে ধন্যবাদ জানাই। তাছাড়া তাদের উদ্যোগে আজ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনও আমাকে মুগ্ধ করেছে। এ সময় সাংসদ খোকা থানার এসআই মোজাম্মেল হক ও আব্দুল হক শিকদার এবং এএসআই আবুল কালাম আজাদকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সোনারগাঁ থানা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, জামপুর ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফ , বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ , সোনারগাঁ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মো:শহীদ , পৌরসভা জাতীয় পার্টির সভাপতি হাজী পিয়ার আলী , সাধারণ সম্পাদক লিঙ্কন, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম , বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আইয়ুব আলী মেম্বার , পিরোজপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম , নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ান , বারদী ইউপির চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক বাবুল ও আমিনুল ইসলাম, সনমান্দী ইউপির চেয়ারম্যান প্রার্থী জাহিদ হাসান জিন্নাহ , সাদিপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী আলী আকবর , বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান প্রার্থী আল-আমিন সরকার , উপজেলা জাতীয় পার্টির সমন্বয় কমিটির সদস্য মেরাজুল ইসলাম রিপন , কামাল হোসেন বাদল , উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী রফিকুল ইসলাম নান্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ , সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, স্থানীয় ওসমান গনী মেম্বারসহ বিপুল সংখ্যক এলাকাবাসী।
বক্তব্যেরপালা শেষে মধ্যান্ন ভোজ এবং দুপুরের খাবার শেষে ক্লোজ আপ ওয়ান তারকা নোলক বাবু সহ ঘাতক দালাল র্নিমূল কমিটির জেলা সভাপতি চন্দন শীল ও তার দলের সদস্যদের মনোজ্ঞ সংঙ্গীত পরিবেশন করা হয়।