নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : আল্লামা ইকবাল রোড এলাকার সুরক্ষা ব্যবস্থায় নিরাপত্তাকর্মী জোরদার করেছেন সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। রাতে চুরি, ছিনতাই এবং বিভিন্ন অপরাধ ঠেকাতে এ মাসের শুরুতেই এ ব্যবস্থা গ্রহন করেছেন তিনি। এরআগে এসব নিরাপত্তাকর্মীদের জন্য এলাকার বাসিন্দাদের মাসিক সার্ভিস ফি দিতে হলেও তার পূর্ণ দায়িত্ব নিয়েছেন আজমেরী ওসমান। গতকাল আনুষ্ঠানিকভাবে উল্লেখিত এলাকা ও মসজিদে এ বিষয়টি নিশ্চিত করেছেন তার কর্মীসমর্থকরা।
জানা গেছে, বর্তমানে আল্লামা ইকবাল রোডে ৪ জন নিরাপত্তাকর্মীকে নিয়োজিত রাখা হয়েছে। তারা প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এলাকার নিরাপত্তায় কাজ করবে। এরজন্য আগে এলাকাবাসীকে বেতন ও অন্যান্য সুবিধাদির জন্য নিরাপত্তাকর্মীদের মাসিক টাকা দিতে হলেও তা এখন থেকে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন প্রয়াত নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। এ কার্যক্রম পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় মো. নাছির হোসেন ও সুমন নজরদারী থাকবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে আজমেরী ওসমান জানিয়েছেন, এলাকাবাসীর যেকোন সেবায় আমি নিয়োজিত থাকতে চাই। এখানকার মুরুব্বীরা যখনই কোন সেবা চেয়েছে। আমি আমার সাধ্য মত চেষ্টা করেছি। এবারো এলাকাবাসীর স¦ার্থে সুরক্ষা ব্যবস্থায় আমি এ উদ্যোগ নিয়েছি। এখন থেকে কাউকে এটার জন্য টাকা দিতে হবে না। আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে বহন করবো। তাছাড়া কেউ যদি আমার ও আমার পরিবারের কারো নাম ব্যবহার করে আমাকে জানাবেন। বিগত সময়ের মত আমি কিন্তু ছেড়ে দিবোনা। আর আশা করি কোন অপরাধীর সাথে এলাকার কারো সখ্যতা থাকবেনা।