আল্লামা ইকবাল রোডে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : শহরের আল্লামা ইকবাল রোডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ৮টায় ওই এলাকায় মসজিদের পশ্চিম পাশে একটি ময়লার ভাগারে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে কিছুটা নিয়ন্ত্রনে আনে।

পরে খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস এর ২ ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আগুনের স্থলাবিশেষগুলোতে ভালো করে পানি দিয়ে নিয়ন্ত্রণ করেন। মন্ডলপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জ এর সিনিয়র স্টেশন অফিসার মো. হামিদুর রহমানের নেতৃত্বে ১৪ জন সদস্য এতে কাজ করে।

এ বিষয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম জানান, অগ্নিকান্ডে কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কেউ আহত হননি। ধারনা করা হচ্ছে আশেপাশের ভবন থেকে ফেলা সিগারেটের ফিল্টার থেকে আগুনের সূত্রপাত। বর্তমানে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে নিয়ে এসেছে দমকল বাহিনী।

add-content

আরও খবর

পঠিত