নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : কাশীপুর ইউনিয়নের সবচাইতে বড় ও জনপ্রিয় ফেসবুক গ্রুপ-আলোকিত কাশীপুর এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টায় শুরু হয়ে এ কর্মসূচি চলে একটানা বিকাল ৪ টা পর্যন্ত৷
নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপের সহযোগিতায় সম্পুর্ন বিনামূল্যে প্রায় ৬০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে, সেই সাথে একজন এমবিবিএস মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এর মাধ্যমে প্রায় অর্ধশত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আউয়ুব আলী, সাধারণ সম্পাদক এম সাত্তার হোসেন, ৮ নং ওয়ার্ডের পঞ্চায়েত সভাপতি রেজাউল করিম, দারুছুন্নাহ কামিল মাদ্রাসার শিক্ষক আবুল কাসেম, হাজী উজির উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাম্মেল হোসেন, মেহেদী সৈকত, মেজবাহ উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ৷
এছাড়া উপস্থিত ছিলেন, আলোকিত কাশীপুর এডমিন প্যানেল এর সদস্য আসমা খাতুন মৌ, নিলয় আহমেদ, মো. রাতুল শেখ, জিয়াসমিন আক্তার মনি সহ গ্রুপের ৯টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবী টিমের সদস্য ও সাধারণ সদস্য এবং নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপের সদস্যরা। অনুষ্ঠানকে সফল করায় গ্রুপের এডমিন প্যানেলের পক্ষে শহীদুল ইসলাম খাঁ উপস্থিত সকল এবং যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷