আলেয়া বেগমের মৃত্যুতে পারভীন ওসমানের শোক প্রকাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক ও বন্দর উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমের আকস্মিক মৃত্যুতে শোক ও তাঁর বিদেহী আত্মার মাগফেতার কামনা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান।

এছাড়াও পারভীন ওসমান, আলেয়া বেগমের আকস্মিক মৃত্যুতে গভীর শোক সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, আলেয়া বেগম ৯ অক্টোবর মঙ্গলবার বিকালে আকস্মিক ভাবেই হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বর্ষীয়ান এ নারী নেত্রী শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে আলেয়া বেগম ২ ছেলে ১ মেয়ে ও নাতি-নাতনী সহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।

তা ছাড়াও তিনি দীর্ঘ দিন যাবত লিভার ক্যান্সার জনিত রোগে ভোগ ছিলেন। শিক্ষা জীবনে তিনি স্নাতক পাস করে নার্সিংয়ের উপর প্রশিক্ষন গ্রহন করে ছিলেন। পাশাপাশি তিনি নারীদের সাবলম্বী করতে সমবায় সমিতির মাধ্যমে দীর্ঘ বছর যাবত কাজ করে গেছেন। জীবদ্দশায় নারী নেতৃত্বের বলিষ্ঠ কন্ঠস্বর মরহুমা আলেয়া বেগম ছিলেন একজন সদালাপী মিষ্টভাষী ও নির্লোভ একজন মানুষ। তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক ও ২০১০ সালে অনুষ্ঠিত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

add-content

আরও খবর

পঠিত