নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক ও বন্দর উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান আলেক বেগমের আকস্মিক মৃত্যুতে শোক ও তাঁর বিদেহী আত্মার মাগফেতার কামনা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
সেই সাথে তিনি মরহুমার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আলেয়া বেগমের মৃত্যু জাতীয় পার্টির অপূরনীয় ক্ষতি। রাজনৈতিক জীবনে তিনি নি:স্বার্থ ভাবে দলের জন্য কাজ করে গেছেন। পাশাপাশি তিনি বন্দরের অসহায় নারীদের ভাগ্য পরিবর্তনে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তাঁর মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত।৯ অক্টোবর মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এমপি সেলিম ওসমান শোক প্রকাশ করেছেন।
পাশাপাশি তিনি জানিয়েছেন, আলেয়া বেগমের মৃত্যুর খবর সংবাদ পেয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এবং জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার তাঁর কাছে ফোন আলেয়া বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন।
উল্লেখ্য, আলেয়া বেগম মঙ্গলবার বিকালে আকস্মিক ভাবে মৃত্যুবরন করেন। তিনি দীর্ঘ দিন যাবত লিভার ক্যান্সার জনিত রোগে ভোগ ছিলেন। মৃত্যুকালে আলেয়া বেগম ২ ছেলে ১ মেয়ে ও নাতি-নাতনী সহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষা জীবনে তিনি স্নাতক পাস করে নার্সিংয়ের উপর প্রশিক্ষন গ্রহন করে ছিলেন। পাশাপাশি তিনি নারীদের সাবলম্বী করতে সমবায় সমিতির মাধ্যমে দীর্ঘ বছর যাবত কাজ করে গেছেন। জীবদ্দশায় নারী নেতৃত্বের বলিষ্ঠ কন্ঠস্বর মরহুমা আলেয়া বেগম ছিলেন একজন সদালাপী মিষ্টভাষী ও নির্লোভ একজন মানুষ। তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক ও ২০১০ সালে অনুষ্ঠিত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।