আলী আহম্মদ চুনকার মাজারে ফুল চাঁদর ও দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : আলী আহাম্মদ চুনকা চিশতী এর ৩৬ তম ওরশ মোবারক উপলক্ষে তাঁর মাজার শরিফে ফুল চাঁদর চড়িয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারী) বিকালে মাসদাইর কবরস্থানে আলী আহম্মদ চুনকা এর কবরে ফুলের শ্রদ্ধাঞ্জলী ও গিলাপ চড়ানোর মধ্য দিয়ে ওরশের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

এরপর ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত করা হয়। এসময় মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ স্থানীয় পঞ্চায়েত কমিটি সহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, আলী আহম্মদ চুনকার বড় ছেলে আলী রেজা রিপন, ছোট ছেলে ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জল সহ ভক্ত ও সমর্থকবৃন্দ।

অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে আজ রাতে বাংলাদেশের প্রখ্যাত কাওয়ালদের মজলিশের সামা এবং বাংলাদেশের প্রখ্যাত শিল্পীদের কণ্ঠে ধর্মীয় সংগীত অনুষ্ঠিত হবে। বুধবার বাদ জোহর থেকে ত্ববারক পরিবেশন এবং বাদ আসর মজলিশে সামা এবং আখেরী কুলের মাধ্যমে ২দিন ব্যাপী কর্মসূচী সমাপ্ত হবে।

আলী আহম্মদ চুনকা’র জ্যৈষ্ঠ কন্যা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে তার পিতার ওরশের সমুদয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং আলী আহমদ চুনকাকে মহান আল্লাহ যেন তার নিজ নৈকট্য প্রাপ্তদের মাঝে স্থান দেন, সেইজন্য সকল মহলের নিকট দোয়ার আবেদন জানিয়েছেন।

add-content

আরও খবর

পঠিত