নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত আল রহমান লিংকন ) : শনিবার ২২ অক্টোবর ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম জাতীয় সম্মেলন। এ উপলক্ষে রাজধানীকে সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জ্বায় বর্নীল সাজে। পাশাপাশি নেওয়া হয়েছে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা। রাজধানী পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জকেও সাজিয়েছেন দলের নেতা কর্মীরা। দেশের বিভিন্ন জেলার নেতা কর্মীদের মতো নারায়ণগঞ্জের আওয়ামীলীগ সহ অংঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমার্থকদের মনে বইছে আনন্দের সু বাতাস।
টানা কয়েকদিন কাজ করার পর আজ সম্মেলনস্থল রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে কাজ শতভাগ শেষ হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশ ( ডি এম পি ) কমিশনার আসাদুজ্জামান মিয়া সম্মেলনস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সর্বাত্বক নিরাপত্তা ব্যবস্থার কথা জনসম্মূখে বলেছেন।
সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি শেখ হাসিনা ও সাবেক নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সাংসদ একেএম শামীম ওসমান এর ছবির মাধ্যমে শহরের রাইফেল ক্লাবের বিপরীত পাশে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহা এবং নগরীর সাবেক ডায়মন্ড সিনেমা হলের উপরে ছাত্রলীগ জেলা কমিটির সভাপতি সাফায়েত আলম সানি ও তার সংগঠনের পক্ষে থেকে বিশাল ব্যানার সাটানো হয়েছে। আওয়ামীলীগ এর বিশ তম সম্মেলনকে সফল করতে বিশাল আকারের গেইটের সৌন্দর্য বর্ধন করা হয়েছে যা চোখে দেখার মত।
নারায়ণগঞ্জের প্রতিটি থানা মহল্লা ঘুরে দেখা গেছে পদ প্রত্যাশী স্থানীয় শীর্ষ নেতাদের রংবেরংয়ের ব্যানার ফেস্টুন। প্রতিটি মহল্লায় যেন বিরাজ করছে উৎসবের আমেজ। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাবৃন্দরা ২২-২৩ অক্টোবর সম্মেলনকে সফল করতে জেলা ও উপজেলা প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মীদের নিয়ে কর্মী সভা ও উঠান বৈঠক করছেন। গত ২০ অক্টোবর এই সম্মেলন ঘিরে শামীম ওসমানের আয়োজনে করা হয়ছিলো এক বিশাল কর্মীসভা। সেদিনও তিনি এই সম্মেলনকে সফল করতে নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে ওসমান পন্থীরা তাদের নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানকে কেন্দ্রিয় কোন পদে দেখতে অধির আগ্রহে বসে আছেন। তাদের বিশ্বাস বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা তাদের পচ্ছন্দের নেতা সাংসদ শামীম ওসমানকে উপযুক্ত কোন কেন্দ্রীয় পদে বসিয়ে সঠিক মূল্যায়ন করবেন। আর এনিয়ে চারদিকে চলছে শামীম ওসমান অনুসারীদের বিশেষ দোয়া প্রার্থনা। জানা যায় সাংসদ শামীম ওসমান আওয়ামীলীগের আমলে দুইবার সাংসদ নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি জেলা আওয়ামীলীগ ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। নারায়ণগঞ্জ আওয়ামলীগকে সাংগঠনিক কাঠামোতে শক্ত অবস্থান ধরে রাখার তার ব্যাপক অবদান রয়েছে বলে মনে করেন নেতাকর্মীরা।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে লাল-নীল আলোয় আলোকিত রাতের ঢাকা। সরকারী দলের জাতীয় সম্মেলনকে ঘিরে এতসাজ-সজ্জার বিষয়ে নানা আলোচনা-সমালোচনা করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বাদ যায়নি বিএনপিও। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সোহরাওয়াদী উদ্যানে বিএমপির সম্মেলন করার জন্য অনুমতি দেয়নি ডিএমপি। আর আওয়ামীলীগের সম্মেলন সফল করতে সরকার পুলিশ একযোগে কাজ করছে। পুরো রাজধানীকে রঙিন সাজে সাজানো হয়েছে এতে বোঝা যায় দেশে কতটা গণতন্ত্র আছে?
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন এটি একটি ঐতিহাসিক সম্মেলন এখানে বিদেশী বন্ধুরা আসবেন সম্মেলনে যোগদেওয়ার জন্য একটু সাজানো-গুছানো দরকার। দলের নীতি নিধারণীয় থেকে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের ঢাকাকে বর্ণিল সাজে সাজানো কোনো নির্দেশ আছে কিনা জানতে চাইলে তিনি জানান, সম্মেলনকে তারা ঐতিহাসিক হিসেবে নিয়েছে বলেই তারা বর্ণিল সাজে সাজিয়েছে ঢাকাকে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় গাবতলী, শ্যামলী, ধানমন্ডী, আজীমপুর, শাহবাগ,প্রেসক্লাব,পল্টন, মতিঝিল, যাত্রবাড়ী, সায়েদাবাদ, উত্তরা, গুলশান, বনানী, এ্যায়ারপোর্ট, মহাখালী, ফার্রামগেট, কারওয়ান বাজারসহ প্রতিটি এলাকা সেজেছে নববধূ সাজে।
এখানেই শেষ হয়নি সম্মেলনের কাহিনী। বাংলাদেশ আওয়ামীলীগের ২০ তম সম্মেলন।বাংলাদেশের মুক্তিযোদ্ধের স্বপক্ষের দল আওয়ামীলীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে নারায়ণগঞ্জকে ভিন্নরুপে সাজানো হয়েছে। শহরের সব জায়গায় সাটানো হয়েছে বড় বড় সাইনবোড, বিলবোর্ড, পোস্টার ও ব্যানারে সেইসাথে রংবেরংঙ্গের বাতি দিয়ে সাজানো হয়েছে নগরীর প্রতিটি দলীয় কার্যালয় সহ প্রধান প্রধান স্থান গুলোতে।
অনুষ্ঠিত এই সম্মেলনকে সফল করতে অনেক আগে থেকেই নেওয়া হয়েছে বিশাল প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় সাজানো হয়েছে নগরীর সম্মেলনকে ঘিরে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। নেতাকর্মীরা নিজের অবস্থান জানাতে নিজের নামে শহরময় করেছে পোস্টার ফেস্টুন। কর্মীদের সর্মথন পেতে এই পোস্টার ও ফেস্টুনে রয়েছে দোয়া সম্মিলিত ছবি।