আলীগঞ্জ ক্লাবের কাছে রেইনবো এ্যাথলেটিক ক্লাবের পরাজয়

নারায়ণগঞ্জ বার্তঅ ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : হারের বৃত্তে বন্দি রেইনবো এ্যাথলেটিক ক্লাব। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট  লীগ ২০২০-২১ এর  ২১ তম ম্যাচ। রেইনবোর ষষ্ঠ ম্যাচ। পরাজিত ৬ ম্যাচেই। লীগে তাদের ম্যাচ বাকি ২টি। একটি শিরোপাধারী নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী অন্যটি লীগের তলানিতে থাকা ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব। ঐতিহ্যবাহী দলটি কতদূর যায় সেটাই এখন দেখার পালা।

১৭ জানুয়ারি রবিবার সকালে টস জিতে আলীগঞ্জ ক্লাব অধিনায়ক ভুল করেনি রেইনবোকে আগে ব্যাট করতে পাঠিয়ে। রেইনবোর খেলোয়াড়েরা ভুলেই গেছে যে তাদের ঝুলিতে কোন পয়েন্ট নাই। তাদের ৯জন ব্যাটসম্যান ২ অঙ্কের ঘর চিনতে পারেনি। রাফসান আল মাহমুদ ৫২ বলে ২ চারে ২০ এবং শেষের দিকে আতিকুল হাসান হাসিব ৩০ বলে ২ চার ও ১ ছক্কায় ২১ রান না করলে তারা পঞ্চাশের কোটায় যায় না !! প্রিমিয়ার ডিভিশনের মত খেলায় ছেলেমানুষি ব্যাটিং দিয়ে ম্যাচ জেতা যায়না। আলীগঞ্জ ক্লাবের স্পিনার আশিক ৭ রানে, পেসার ইরফান ইপু ২৬ রানে এবং স্পিনার জনি ২৬ রানে ২টি করে উইকেট দখল করেন। মাত্র ৮৮ রান !! ৮৯ রান করলেই জয়। সহজ জয়ের দুয়ারে আলীগঞ্জ ক্লাব। সে সহজ জয়কে দূরহ করে ফেলে আলীগঞ্জ ক্লাব। স্পিনার আবু সাইদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে আলীগঞ্জের ছেলেরা। ৩৪ রান স্কোরবোর্ডে জমা হতেই তাদের ৫ উইকেট নেই। জমে উঠে খেলা। জয়ের আশায় কিছুটা চাঙ্গা হয়ে উঠে রেইনবোর শিবির। কিন্তু তাদের জয়ের বাসনায় বেদনার চিহ্ন বয়ে দেন মারকুটে ব্যাটসম্যান সাইদ সরকার। ২৩ বল খেলে ৫ ছক্কা ও ৩ চারে ৪৭ রানে অপরাজিত থেকে রেইনবোর আশা লন্ডভন্ড করে দেন সাইদ। আমানুল্লাহ ৪৩ বলে ৪ বাউন্ডারিতে করেন ২১ রান। আরিফুল জনি করেন ১২ রান। আলীগঞ্জ ম্যাচ জিতে ৫ উইকেটে।

সংক্ষিপ্ত স্কোর :

রেইনবো এ্যাথলেটিক ক্লাব : ৮৮/১০ (৩৫.৪ ওভার) রাফসান আল মাহমুদ-২০, আতিকুল হাসান হাসিব-২১। অতিরিক্ত-১০। আশিক-২/৭, ইরফান ইপু-২/২৬, জনি-২/২৬।

আলীগঞ্জ ক্লাব : ৮৯/৫ (২২.৪ ওভার) সাইদ সরকার-৪৭, আমানুল্লাহ-২১, জনি-১২। অতিরিক্ত : ৪। আবু সাইদ-৩/২৮, বাপ্পি-২/৩২। আম্পায়ার : মুজাহিদ স্বপন ও মো. সোহরাব। স্কোরার : নাসির ও ডালিম (অল লাইন)।

১৮ জানুয়ারি সোমবার সকাল ৯টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী ও টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমীর খেলা অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত