আলমের বিরু‌দ্ধে মিথ‌্যা মামলা প্রত‌্যাহারের দাবী প‌রিবা‌রের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় পিলকুনী গ্রামের মরহুম মোহাম্মদ ইদ্রিস মিশনের ছেলে মো. আলম হোসেনের বিরু‌দ্ধে দা‌য়ের করা মিথ‌্যা মামলা প্রত‌্যাহ‌রের দাবী জা‌নি‌য়ে‌ছে তার প‌রিবার। এরইম‌ধ্যে আলম হোসাইন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে ফতুল্লা থানা পু‌লিশ। সে বর্তমা‌নে জেল হাজ‌তে র‌য়ে‌ছে। তা‌কে যুবলীগ নেতা হি‌সে‌বে উল্লেখ করা হ‌য়ে‌ছে। প্রকৃতপ‌ক্ষে আলম হো‌সেন যুবলীগ নেতা নয়।

জানা গে‌ছে, বৈষম‌্য বি‌রোধী আন্দোল‌নে ১৯ আগস্ট তার স‌ক্রিয় অবস্থান নেয়ার অ‌ভি‌যোগ তো‌লে ফতুল্লা থানায় অ‌ভি‌যোগ দেন সোহরাব মিয়া না‌মের কুতুবপুর এলাকার বা‌সিন্দা। যার মামলা নং ২০ (৮) ২৪। জিআর নং-৪৩৭/২৪। ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০সহ বি‌স্ফোরক দ্রব‌্য আইন ১৯০৮ এর ৩ এ ৬ ধারা।

ত‌বে প‌রিবার দাবী কর‌ছে, আলম হোসেন এসব কর্মকা‌ন্ডের সা‌থে জ‌ড়িত নয়। তা‌কে মিথ‌্যা মামলা দি‌য়ে ফাঁসা‌নো হ‌য়ে‌ছে। তা‌কে ব‌্যবসায়ী হি‌সে‌বে সক‌লে চি‌নে। সে মা‌ছের ব‌্যবসার সা‌থে জ‌ড়িত। তার বড় ভাই আইন উদ্দিন প্রবা‌সে র‌য়ে‌ছে।

ত‌া‌দের দাবী, ফতুল্লা এলাকার বিএন‌পি রাজনী‌তির সা‌থে জ‌ড়িত এক প্রভাবশালী নেতা তার কাছ থে‌কে ৫ লাখ টাকা চাঁদা দা‌বি দাবী ক‌রে। কিন্তু আলম চাঁদা দিতে অস্বিকার করায় তার বিরুদ্ধে মামলা দেয়া হ‌য়ে‌ছে। তাই স‌ঠিক তদন্ত ক‌রে আলম‌কে নি:শর্ত মু‌ক্তি দি‌তে এবং মামলা থে‌কে অব‌্যহ‌তি দি‌তে সং‌শ্লিষ্ট‌দের কা‌ছে সুদৃ‌ষ্টি কামনা ক‌রে‌ছেন তার প‌রিবার।

add-content

আরও খবর

পঠিত