আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন রিমান্ড শেষে কারাগারে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলেন- আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনী (৪৮), তার সহযোগী মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মনিরুজ্জামান (২৪), আসমত উল্লাহ (৪০) ও মো. হাসান (৪৩)।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম বলেন, আরসা প্রধান সহ ৬ জনের বিরুদ্ধে হওয়া দুটি মামলায় প্রথমে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ফের ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। দ্বিতীয় দফার রিমান্ড শেষে আজ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ১৭ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ভূমি পল্লী আবাসিক এলাকার একটি ১০ তলা ভবনের অষ্টম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আতাউল্লাহ, তার পরিবার ও সহযোগীসহ ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব। একই দিনে ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকার একটি বহুতল ভবনের ১০ তলার একটি ফ্ল্যাট থেকেও আরও চারজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ ছিলেন।

পরে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী ও অবৈধ প্রবেশ আইনে তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। সেই মামলায় দুই দফায় তাদের রিমান্ডে নেওয়া হয়। প্রথমে ১০ দিন ও পরে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড শেষে আজ ফের তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

add-content

আরও খবর

পঠিত