আমের জুসে পাওয়া গেল না আম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি  ) : নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে আফসারা এগ্রো এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড নামক একটি ভেজাল ম্যাংগো জুস, চকলেট, লিচু তৈরীর কারখানায় অভিযান চালিয়েছের র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পহেলা অক্টোবর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ  সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় র‌্যাব-১০ এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালিত হয়।

এ সময় বিএসটিআই এর অনুমোদন না থাকায় এবং ভেজাল ড্রিংকস্ জুস. চকলেট, লিচু তৈরীর অভিযোগে কারখানাটি সিলগালা করা হয়। এছাড়াও কারখানার মালিককে ৬ লাখ টাকা জরিমানা সহ ৭ জনকে আটক করেন বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। ‌

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সরোয়ার আলম জানান, সানারপাড় এলাকায় এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ ভুয়া কাগজপত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লগো ব্যবহার করে সম্পূর্ণ ভেজাল জুস এবং শিশুদের চকলেট ইত্যাদি তৈরী করে বাজারজাত করে আসছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে কারখানাটিতে অভিযান পরিচালনা করি। এ সময় কারখানার মালিক এমএ ওয়াজেদ এবং জলিল কে ৬ লাখ টাকা জরিমানা সহ ২ বছরের কারাদন্ড দেওয়া হয়। তাছাড়াও কারখানার সংশ্লিষ্ট ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান হয়েছে।

add-content

আরও খবর

পঠিত