আমি নৌকার মনোনয়ন প্রত্যাশি, আমার সমন্ধে জানুন ও ভাবুন : আরজু ভূঁইয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া বলেছেন, জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার উন্নয়ন ও নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে চাই। তিনি আরও বলেন, আমি শেখ হাসিনার নির্দেশে উঠান বৈঠকের মাধ্যমে তার উন্নয়নের প্রচারণা চালিয়ে যাচ্ছি। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ চিকিৎসা ক্ষেত্রে উন্নয়নে আমূল পরিবর্তন এসেছে। এগুলো সব কিছুই শেখ হাসিনার সরকারের অবদান। সমগ্র দেশে যখন আজ উন্নয়নের ছোয়া লেগেছে কিন্তু অত্র অঞ্চল আজ উন্নয়ন বঞ্চিত। জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকার মনোনয়ন প্রত্যাশি। তাই আপনারা আমার সমন্ধে জানুন ও ভাবুন।

সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে চলেছি, দলের দু:সময়েও সর্বদা দলকে ঐক্যবদ্ধ রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। তাই এ নির্বাচনে মনোনয়ন নিয়ে জয়ী হতে সকলের দোয়া ও সমর্থন প্রয়োজন। সবার দাবী জোড়ালো হলে অবশ্যই বিচার বিশ্লেষণ করে জননেত্রী শেখ হাসিনা আমাকে নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন দিবেন ইনশাল্লাহ। আর আমি বিজয়ী হলে আপনাদের ব্রীজ সহ চলাচলের ব্যবস্থা সুগম করতে আমি সর্বোচ্চ অগ্রাধীকার দিয়ে যাব। নারায়ণগঞ্জ থানার আলীরটেক ইউনিয়নের পুরান গোগনগর ঈদগাঁহ মাঠ সংলগ্ন অত্র ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলীনূর মোল্লা’র সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সজীবের সঞ্চালনায় রবিবার বিকেলে এক উঠান বৈঠকে আরজু রহমান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন।

এদিকে স্থাণীয় বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা নদী ভাঙ্গঁন এলাকার সাধারন মানুষ আমরা দীর্ঘদিন নৌকার এমপি হতে বঞ্চিত। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থী হিসেবে আরজু রহমান ভূঁইয়াকে মনোনয়ন দেবার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি। উক্ত উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল্লাহ পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে আ’লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সা. সম্পাদক জয়নাল আবেদীন (জনু), মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী, সা. সম্পাদক নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। তাছাড়া মদনপুর ইউনিয়ন আ’লীগের সদস্য পিয়ার আলী, ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মুসলিম প্রধান, বন্দর থানা যুবলীগ নেতা ইকবাল হোসেন ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মাসুদ মিয়া, আলীরটেক ইউনিয়ন ৬নং ওয়ার্ড আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল পাঠান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল মালেক, ৪নং ওয়ার্ড এর সাবেক মেম্বার মোঃ শুক্কুর, স্থানীয় আ’লীগের প্রবীন নেতা ওমর ফারুক চীনা, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারন সম্পাদক সওদাগর খাঁন, কামাল দেওয়ান, আল বরকত, হাসমত মোল্লা, আবুল হাশেম মন্টু, জাহেদুল ইসলাম ও তাওলাদ হোসেন সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও কয়েক শত স্থানীয় বিভিন্ন বয়সী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত