নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল নিজের অবস্থান ব্যক্তয় করতে গিয়ে টোকাই উদাহরণ দিয়ে বলেছেন, আমি টুকাই থেকে ভিপি বাদল, ভিপি বাদল থেকে তোলারাম কলেজের তিন তিনবারের নির্বাচিত প্রসাশক, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এখন নেত্রী আমাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব দিয়েছেন, যতক্ষন রাখবেন কাজ করে যাবো।
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকালে শহরের ২নং রেল গেইট সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করে জেলা আওয়ামীলীগ। এরআগে কার্যালয়স্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা।
এসময় তিনি নাম উল্লেখ না করে জনৈক গণমাধ্যমকর্মীকে সমালোচনা করে বলেন, যারা আমাদের বক্তব্যকে বিকৃত করতে চান, সাবধান। এটা করবেন না। আমি বললাম, কথাগুলো এক্সপ্লেইন করতে চাই। আমি কলাগাছিয়া ৭ নাম্বার ওয়ার্ডে বক্তব্য রাখলাম, কোথাও আমি বলি নাই এই এলাকায় আওয়ামী লীগের ভালো লোক নাই। কিভাবে লিখলেন এই কথাটা। আমার তো বক্তব্য টেপ করার লোক আছে। কত টাকা পেয়েছে? বাচ্চা একটা মানুষ, যার দুনিয়া সম্পর্কে কোন আইডিয়া নাই। শুধু টাকার পিছনে ঘুরে। কেন ভিপি বাদলের বক্তব্যটা লেখার আগে কি বুক কাপে না?
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাই, সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, ইকবাল পারভেজ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম,এ রাসেল, সোনারগাঁ থানা আওয়ামীলীগের শামসুল ইসলাম ভূইয়া, বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও অধ্যক্ষ ড. শিরিন বেগম প্রমুখ।