আমি এই চার্জশিট মানি না : এমপি শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ আওয়ামী লীগের কার্যালয়ে ১৬জুন বোমা হামলার ঘটনায় আরো অধিকতর তদন্ত দাবি করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। ইতমধ্যে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেয়া মামলাটি পুণরায় তদন্তের জন্য আবেদনও জানিয়েছেন তিনি। সোমবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের প্রথম বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালতে সাক্ষী দিতে এসে আইনজীবীর মাধ্যমে এ নারাজি আবেদন শেষে বিকালে সাংবাদিকদের এসব তথ্য জানান এই মামলার সাক্ষী একেএম শামীম ওসমান।

আবেদনে পুলিশ সুপার পদ মর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে মামলাটি পুনরায় তদন্ত চাওয়া হয়েছে। আদালতে সাক্ষী  শেষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি এই চার্জশিট মানি না। যে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য গ্রহণ করেছে, আমি যা বলেছিলাম তার সাথে এই চার্জশিটের কোন মিল নেই।

উল্লেখ্য, ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া শহীদ মিনার সংলগ্ন আওয়ামী লীগ অফিসে এ নৃশংস বোমা হামলার ঘটনা ঘটে। ওই বোমা হামলায় ২০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনায় বর্তমান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় দুইটি মামলায় (একটি বিস্ফোরক অন্যটি হত্যা) জেলা বিএনপির তৎকালীন সাধারন সম্পাদক তৈমুর আলম খন্দকারকে প্রধান করে বিএনপি ও এর অঙ্গ দলের মোট ২৭ জনকে আসামী করা হয়। হামলায় শামীম ওসমান সহ অর্ধশতাধিক আহত হয়। তার ব্যক্তিগত সচিব চন্দন শীল, যুবলীগ কর্মী রতন দাস দুই পা হারিয়ে চিরতরে বরণ করেছে পঙ্গুত্ব।

add-content

আরও খবর

পঠিত