নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সন্ত্রাস ও মাস্তানদের প্রশ্রয় না দিতে পুলিশের প্রতি আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, আমার কাছের লোক হলেও আপনারা কাউকে খাতির করবেন না। কোনো মাস্তান, বন্দুকবাজ ও লাঠিয়াল বাহিনীর আমার দরকার নেই। কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান আর কেউ নেই। আমার বুকের ভেতরে অনেক সাহস আছে। ২০০১ সালের আগের আমার রাজনৈতিক দর্শন আগে ছিল একরকম। জিন্দাবাদ শুনতে ভালো লাগতো। ২০০১ সালের পরে আমার এই চিন্তা পরিবর্তন হয়েছে। রবিবার (১ মার্চ) মাসদাইর পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। আমি এসপি সাহেবকে প্রথম দিনই বলেছি -আই ডোন্ট নিড দ্যা পুলিশ সাপোর্টস। রাতের বেলা ডাকলে এখনও দুই লাখ লোক বের করতে এক ঘণ্টা সময় লাগে। ওই ক্যাপাসিটি আমার আছে। ৭৯ সালে জিয়াউর রহমানকে আটকে রাখার লোক আমরা। কীভাবে আন্দোলন করতে হয়, আর কীভাবে আন্দোলন ঠেকাতে হয় আমরা সেটা জানি।
তিনি আরো বলেন, আমি সবসময় মনে করি আমি বিরোধীদল, আমি সাধারণ মানুষের দল। আমাদের একার পক্ষে নারায়ণগঞ্জকে ঠিক রাখা সম্ভব না। সবার সমন্বয় প্রয়োজন।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ। আলোচনা সভা শেষে কর্মরত অবস্থায় নিহত হওয়া পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান দেওয়া হয়।