আমার পরিচয় দরকার নেই, ধানের শীষে ভোট দিন : মুফতি মনির

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের ২৩ দলীয় জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, অনেকেই বলছে আমাকে কেউ চিনে না, অপরিচিত প্রার্থী তাকে ভোট দেয়া যাবে না। আমি বলতে চাই আমাকে নয় আপনারা ধানের শীষে ভোট দিন। আমার পরিচয়ের দরকার নেই। আমি আপনাদের সন্তান হিসেবে ছিলাম, আছি এবং থাকবো। আমার প্রতীক ধানের শীষ। এ প্রতীক সারা দেশের আপামর জন সাধারনের প্রতীক, গনতন্ত্রের প্রতীক। আপনারা ধানের শীষে ভোট দেবেন।

শুক্রবার ( ১৪ ডিসেম্বর) নিজ বাসায় আয়োজিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতাকর্মীদের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ধানের শীষের জোয়ার দেখে প্রতিপক্ষের প্রার্থীর মাথা খারাপ হয়ে গেছে। তিনি আবোল-তাবোল বকছেন বিভিন্ন উঠোন বৈঠকে গিয়ে। আমাকে জঙ্গী হিসেবে আখ্যায়িত করছেন। আমি আমার প্রতিপক্ষ প্রার্থীকে বলতে চাই, আমার পরিচয়টা জেনে নিন এবং আমি কে? কোথা থেকে এসেছি? কি করেছি? সব রেকর্ড আছে। আমার সিএস, এসএ, আরএস এই ফতুল্লার মাটিতে। আমি অন্য জেলা থেকে নারায়ণগঞ্জে এসে বসত গড়িনি। আমি এ মাটির সন্তান, এ মাটিতেই আমার বসবাস। পাস করলেও এখানেই থাকবো, ফেল করলেও এখানেই থাকবো।

প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, প্রশাসনের দায়িত্ব হচ্ছে মানুষ যেনো নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে নিজ পছন্দে ভোট দিতে পারে সে পরিবেশ তৈরি করা। তাহলেই বুঝা যাবে কে যোগ্য। আমি আশাকরবো প্রশাসন সবার জন্যই সমান সুযোগ তৈরি করে দেবে।

add-content

আরও খবর

পঠিত