নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছেন, আমি নির্বাচন করবো কি করবো না সে ঘোষণা অক্টোবরে দেবো। আমার কোন মাস্তান দরকার নাই। আমাকে মাস্তান দিয়ে নির্বাচন পাস করতে হইবো এই কথা আমি শামীম ওসমান বিশ্বাস করি না। পাস করানোর মালিক তো আল্লাহ। আল্লাহর হুকুমের ছাড়া হবে না। আল্লাহর হুকুম থাকলে কেউ আমারে ঠেকায়ে রাখতে পারবে না।
সোমবার (২৩ জুলাই) বিকালে কাশিপুর ইউনিয়নের দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে কাশিপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, গতবার ২৬০০ কোটি টাকার কাজ করছি। এই কাজ করতে দুই-তিনডা মন্ত্রীর টেবিল ভাঙছি। এইবার সবাই কইলো, ভাই এবার কিন্তু এইটা ক্রস করতে হইবো। আমিও ভাবলাম ঠিকই তো। কাজ শুরু করলাম আল্লাহর নামে। মিজান, হেলাল, চন্দন ওরা হিসাবে বসছে যদিও এখনো হিসাব শেষ করতে পারে নাই। কি পরিমাণ কাজ করলাম সেটার তো হিসাব দিতে হইবো আপনাদের কাছে। হিসাব করতে গিয়ে নিজেই অবাক হইয়া গেলাম। ৭ হাজার ১০০ কোটি টাকার কাজ অলরেডী কইরা ফালাইছি। কাগজে কলমে এর হিসাব দেবো। আরো কাজ আসতাছে। তারপর আমার আরেকটু স্বপ্ন আছে। একটা মেডিকেল কলেজের স্বপ্ন আছে। একটা ভালো বিশ্ববিদ্যালয় করতে চাই, ভালো কয়েকটা স্কুল করতে চাই। যাতে আর ঢাকায় যাইতে না হয়। সেটাও হইবো।
ফতুল্লা থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জাহিদুল হক খোকনের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক ও বক্তাবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এহসানুল হাসান টিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার, প্যানেল চেয়ারম্যান আইয়ূব আলী প্রমুখ।