নারায়ণগঞ্জবার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান বলেছেন, আমার কোন ছেলে নেই। তোমরা আমার ছেলে। কত দিন আমি এমপি থাকব তা আমি জানিনা। যতদিন আমার দেহ হৃদপিন্ড থাকবে ততদিন পর্যন্ত আমি তোমাদের পাশে থাকব। গত শনিবার নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইলে যে ঘটনা ঘটেছে তাতে আমি মর্মহত। আমি বাড়ীওয়ালাদের বলব যাচাই বাচাই করে বাড়ী ভাড়া দিবেন। বন্দরবাসীর কাছে অনুরোধ আপনারা যাচাই বাছাই করে বাড়ীভাড়া দিবেন। নারায়ণগঞ্জ পুলিশ সুপারে প্রতি আমার আস্থা আছে। আমি বিশ্বাস করি আগামী ২/৩ দিনের মধ্যে আসল হত্যাকারিদের চিহিৃত করবে পারবে পুলিশ। তিনি আর বলেন স্কুল প্রতিষ্ঠানে টাকা যারা আতœশাধ করে তারা রাজাকারদের চেয়েও ঘৃন মানুষ। বারতি টাকা যারা অপচয় করেছেন তারা আগামীকালের মধ্যে ৩০ লাখ টাকা স্কুলে জমা দিবেন। এ স্কুলের ছাত্রদের উন্নত লেখাপড়া জন্য কম্পিউটার, বিজ্ঞানাগার, ক্যেনটিন ও আধুনিক লাইব্রেরী করা হবে। স্কুলের ছাত্রদের সকল চাহিদা পুরন করা হবে। ১৬ জানুয়ারী রোববার সকাল ১০টায় বন্দর বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও শ্রেণীকক্ষের সিসি ক্যামেরা ও মাল্টিমিডিয়া প্রজেক্টর শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বন্দর বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ র্গভনিং বডির সভাপতি আলহাজ্ব আবুল জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম ওসমানের সহধর্মীনী নাসরীন ওসমান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপকড. একেএম শাহনাওয়াজ শাহীন, বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সিনারা নাজমীন, বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ক,ম, নুরুল ইসলাম প্রমুখ। এ সময় আর উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের দাতা সদস্য গিয়াস উদ্দিন চৌধূরী, অভিভাবক প্রতিনিধি মোঃ আতাউর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ ফরিদ হোসেন,মোঃ সিরাজুল ইসলাম, মহিলা অভিভাবক প্রতিনিধি নাসরিন ইয়াসমিন, শিক্ষক প্রতিনিধি মোঃ তালেব আলী, মোঃ আব্দুল গনি, মহিলা শিক্ষক প্রতিনিধি শোহাইবা আক্তার ও কো-অপ্ট সদস্য কাজী জহিরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাসিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলার আফজাল হোসেন, যুবলীগ নেতা কাজী জহির, ছাত্রলীগ নেতা খান মাসুদ, আরাফত কবির ফাহিম, মহিলা নেত্রী রিনা খান, চম্পা, ডলি বেগম প্রমুখ।