নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রিয় কমিটির সদস্য চন্দন শীল বলেছেন, আমরা সংখ্যালঘু নই। জম্ম সূত্রে এদেশের নাগরীক শেখ মজিবুর রহমান মুক্তিযোদ্ধের মাধ্যেমে এ দেশ স্বাধীন করেছিলেন বিধায় আমরা সকল জাতী অধিকার নিয়ে আত্মসম্মান নিয়ে বেঁচে আছি, বেঁচে থাকবো মাথা উচুঁ করে। শনিবার (৬ অক্টোবর) বেলা ১২টায় বিবি রোডে বলদেব আখড়া ও শিব মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহার সভাপতিত্বে ও সাংবাদিক দিলিপ মন্ডলের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি শ্যামল কুমার সাহা, সাধারন সম্পাদক সুজন সাহা, যুগ্ন সম্পাদক অমলেস সাহা, মুকুল মজুমদার, প্রদ্রিপ নন্দি,শংক্কর রায়,মনোরঞ্জন দাস, জয় রায় চৌধুরী, অরুন দেব, রঞ্জিত মন্ডল, বজন দাস প্রমূখ।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষনা আনুযায়ী সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রেখে শারদিয় দূর্গাউৎসব সকলে মিলে মিশে পালন করবো। সামনে নির্বাচন অরাজকতা সৃষ্টি করতে কেউ যেন কোন রকমের সুযোগ না পায়। আমাদেরকে সজাগ থাকতে হবে। কারন সুযোগ সন্ধানীরা সবসময় একটি অরাজকতা পরিন্থিতি করতে চাইবে। ক্ষমতার পালা বদলে বলী হই আমরা। আমি খারাপ কিন্তু সমাজকে খারাপ করার অধিকার আমার নেই। আমরা চাই সারা বাংলদেশে সংস্কৃতির চেতনায় অন্যধর্মের প্রতি সম্মন জানিয়ে সকল ধর্মের মানুষ এ দুর্গাউৎসব পালন করবে। যেকোন পরিস্থিতে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো।