আমরা ফুটপাত, পাড়া মহল্লা নয়, রাজপথের কর্মী : খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : ০৫ই জানুয়ারী ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচনের ৫ম বর্ষ উপলক্ষে গনতন্ত্র হত্যা দিবস পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। গনতন্ত্র হত্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদল শুক্রবার সকাল ১০টায় নগরীর প্রধান বানিজ্য কেন্দ্র ১নং রেল গেট থেকে  কালো পতাকা হাতে মিছিল বের করে। কালো পতাকা মিছিলটি  সিরাজদৌল্লাহ রোড,শায়েস্তা খান রোড হয়ে প্রধান সড়ক বিবি রোডের জেলা স্কাউট ভবনের সামনে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকারের সভাপতিত্বে  অনুষ্ঠিত সংক্ষপ্তি বিক্ষোভ সভায়  বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মমতাজউদ্দিন মন্তু,আনোয়ার হোসেন আনু, রানা মুজিব,আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল রানা, সাগর প্রধান,ইসালউদ্দিন ইশা,বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন,বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম,মোজাম্মেল হক,সাধারন সম্পাদক শহীদুল ইসলাম রিপন,পারভেজ খান,আলী নওসাদ তুষার,কাজী সোহাগ, সিদ্ধিরগন্্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন,মনিরুজ্জামান পিন্টু,  প্রমুখ।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সিটি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন ১৫৪ জন কে বিনা ভোটে নির্বাচিত করা ও ২৭০টি কেন্দ্রে একটি ভোট না পরায় প্রমানিত হয় এই সরকার অনিবার্চিত সরকার।গনতন্ত্র এখন কারাগারে বন্দী।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ২০১৮ সালেই গনতন্ত্রকে বাকশাল মুক্ত করববো।খালেদা জিয়াই আগামী প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন ২০১৮ সালেই বাকশালী  সরকারের পতন হবে ইনশাল্লাহ।তিনি আরো বলেন কতিপয় হাইব্রীড ও দালালরা রাজপথ ছেড়ে দলকে ফুটপাতে ও এসি রুমে বন্ধী করে দলকে হাসির খোরাকে পরিনত করেছে।আমরা ফুটপাতের নই,রাজপথের কর্মী।আমরা তাদের প্রতি আহবান জানাই পদ পদবী নিয়ে নিরাপদে থাকার মোনাফেকী চিন্তা বাদ দিন।দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের আমাদের অনেক দিয়েছে।এখন দেশমাতাকে আমাদেও দেয়ার সময়।খোরশেদ বলেন,এসি রুম ও ফুটপাত এবং পাড়া মহল্লা  ছেড়ে আমাদের সাথে রাজপথে নেমে আসুন।আমরা ফুটপাতের নই,রাজপথের কর্মী।

আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা নাজমুল কবীর নাহিদ, রিটন দে,আমির হোসেন, ইউনুছ খান বিপ্লব, আব্দুর রহমান, আল আমিন খান, মাহাবুব হাসান জুলহাস, রানা মুুন্সি, সরকার লিমন, মোঃ শহীদ, মোঃ মিঠু আহম্মেদ, ওসমান গনি, মুহিন আহম্মেদ রিপন, সরকার মুজিব, আল-মামুন, আকতার হোসেন অপু, সামছুল আলম, রাসেল মনির, আফতাব, জানে আলম দুলাল, মোকতার ভূইয়া,আফতাবউদ্দিন, মেহদী হাসান রাজু, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের জাহাংগীর আলম,নুরে আলম, নাদিম শিকদার,সজিব,ফাইম,হীরক, মোস্তাফিজুর রহমান বাহার,মোঃ ইব্রাহিম, মোঃমামুন মিয়া,রাসেদুল ইসলাম রাব্বি, মাঃসবুজ, নজরুল ইসলাম, মিজান, ফয়সাল মাহমুদ, মন্জু মিয়া,নাদিম সিকদার,সবুজ সিকদার, বন্দর থানা যুবদলের আক্তার হোসেন,সোহেল খান বাবু, শাহীন আাহম্মেদ, হুমাযুন,এমারত,সোহেল,জামান,কবীর,সামছুল,আবদুল্লাহ,শীপন,মামুন প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত