আমরা ক্ষমতা নয় মানুষের সেবা করতে চাই : পারভীন ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার )  : নারায়ণগঞ্জ-৪ আসনের চারবারের নির্বাচিত প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান বলেছেন, আপনাদের প্রিয় নেতা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন তা আমরা কখনো ভাবিনি। তিনি তার সন্তানদের সবসময় একটি কথা বলতেন, আমার জীবনের শেষ সময়টুকু আমি বন্দরের মাটিতে কাটাবো। সে অনুযায়ী আমরা আপনাদের জন্য কিছুই করতে পারিনি তবে আপনাদের যদি কোন সহযোগীতার প্রয়োজন হয় তাহলে আমাদের জানাবেন। আমরা যতটুকু সম্ভব আপনাদের সহযোগীতা করবো। ক্ষমতা বড় কথা নয়, মানুষের সহযোগীতা করাই হচ্ছে মুখ্য বিষয়। আমরা ক্ষমতা নয় মানুষের সেবা করতে চাই। গতকাল বিকেল ৪টায় বন্দর সুরুজ মিয়া টাওয়ারের ৩য় তলায় হৃদয়ে নাসিম ওসমান আলোকচিত্র প্রদর্শনী ও স্মরণ সভায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, তাদের একমাত্র পুত্র আজমেরী ওসমান, পুত্রবধু সাবরীনা ওসমান জয়া, ছেলে আরহাম ওসমান আলিফ, মেয়ে আইরীন ওসমান, আফরিন ওসমান ও জামাতা ইফতেখায়রুল ইসলাম (যাত্রা বাড়ি অঞ্চলের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার)।

নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভীন ওসমান প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, একজন নারীর অলংকার হচ্ছে তার স্বামী কিন্তু যখন সে পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় তখন সেই নারী বোঝে তার কি হারিয়েছে। উনি ছিলেন ভালোবাসায় জর্জরিত একজন মানুষ। যে নিজের চাইতে তার পরিবার, দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ভালোবাসতো। সবসময় তাদের খোঁজ খবর নিতেন। বন্দর বাসীর জন্য তিনি সবসময় ভাবতেন। কিভাবে এ এলাকার উন্নয়ণ ও সাধারণ মানুষের সেবা করা যায় এগুলো তিনি সারাক্ষন ভাবতেন।

মোজাম্মেল হোসেন লিটনের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, দৈনিক খবর প্রতিদিন এর নির্বাহী সম্পাদক মাহমুদ হাসান কচি, জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মোঃ শান্ত, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ আবুল জাহের, মহানগরের আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, জাতীয় শ্রমিক লীগ মহানগরের সভাপতি কাজিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আবুল খায়েল ভূইয়া, জাতীয় যুব সংহতির শহর শাখার সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল, জাতীয় শ্রমিক পার্টি মহানগরের আহ্বায়ক মোঃ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মোঃ শাহআলম, কলাগাছিয়া জাতীয় পার্টির নেতা মোঃ মঞ্জু মিয়া, জাতীয় ছাত্র সমাজ জেলার আহ্বায়ক শাহাদাত হোসেন রুপু, মহানগরের আহ্বায়ক শাহআলম সবুজ, রিনা খান, রাশিদা বেগম প্রমুখ। স্মরণ সভা শেষে ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির তোলা ছবিতে হৃদয়ে নাসিম ওসমান চিত্র প্রদর্শনিটি অতিথি বৃন্দরা অবলোকন করেন।

add-content

আরও খবর

পঠিত