আবেগাপ্লুত আলিফ ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম নাসিম ওসমানের কবর জিয়ারত করেছেন তাঁর নাতি আরহাম ওসমান আলিফ। কাক ডাকা ভোরে হঠাৎ করেই দাদা’র স্বরণে দিশেহারা হয়ে যায় আলিফ। কত দিন হলো দাদাকে দেখিনা, দাদা আমাকে কোলেও নেয়না। শুধু ছবিতেই দেখছি। বায়না ধরে আজ আমাকে দাদার কবরে নিয়ে যাও। দাদা’র কবরের পাশে যাবো আল্লাহ’র কাছে দোয়া করবো।

গতকাল সকালে দাদা নাসিম ওসমানের জন্য এমনি আবেগাপ্লুত হয়ে বলতে থাকে অবুঝ শিশু প্রয়াত সাংসদ নাতি আলিফ। এরপর বায়না পূরণ করতে তাঁর পরিবার নিয়ে যায় মাসদাইর কবরস্থানে। প্রায় দীর্ঘক্ষণ সময় দাদা’র নোনা-স্মৃতিকে নিয়ে নির্বাক কবরের পাশে দাড়িয়ে থেকে, আবেগাপ্লুত হয়ে পড়ে এবং দোয়া করে। দাদার আদরের স্মৃতিগুলো যেন কবিতার পঙতির মতো ডানা মেলেছিল দু’চোখে। কিন্তু পঙতিগুলো দাদাকে আর শোনাতে পারেনি আলিফ। তবে শব্দহীন ওই ভাষাও ঠিক বুঝেছিলো দাদা। ঠিক যেন শব্দহীন কথোপকথন। সবশেষে ফুলেল শুভেচ্ছা দিয়ে দাদাকে ভালোবাসা জানায় নাসিম ওসমানের আদরের দৌহিত্র আরহাম ওসমান আলিফ।

প্রসঙ্গত, বেশকিছু দিন ধরেই আলিফ তার দাদার ছবি নিয়ে দাদাকে স্মরণ করছে। এছাড়াও দাদাকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে। আর সম্প্রতি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাবা আজমেরী ওসমানের তাক লাগানো র‌্যালীতে জিপ খোলে জাতীয় পতাকা উড়াতে দেখা গেছে। সেদিনও দাদা’র কবর জিয়ারত করে আরহাম ওসমান আলিফ।

উল্লেখ্য, নাসিম ওসমান জাতীয় পার্টি’র প্রার্থী হিসেবে চারবার (১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে) নারায়ণগঞ্জ-৫ আসনে শহর-বন্দর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বাবা এ.কে.এম সামসুজ্জোহা ১৯৭০ ও ১৯৭৩ সালে এ আসনের সাংসদ ছিলেন। এ মাসেই ভারতের দেরাদুনের একটি হাসপাতালে মারা যান তিনি।

add-content

আরও খবর

পঠিত