নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এস.এম আকরাম বলেছেন, সারাদেশে কি হবে সেটার দায়িত্ব মহানগর বিএনপির না। একটা একটা করে আসন ছিনিয়ে আনতে হবে। আমি কালাম সাহেবর কাছে আত্মসমর্পন করলাম তিনি যেভাবে বলবেন আমি সেইভাবে কাজ করবো। আমি কেরানী হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করবো। আপনারা যেভাবে বলবেন সেভাবেই কাজ করবো। বুধবার (১২ ডিসেম্বর) বাদ আসর কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া আপোষহীন নেত্রী, তাই ইন্ডিয়া চায় না, তিনি ক্ষমতায় আসুক। স্বৈরাচার এরশাদের পতন আরও ৫ বছর আগে হতো যদি শেখ হাসিনা কথা রাখতো। দেশে এখন কোন গণতন্ত্র নাই, মানুষের অধিকার নাই, আমি সব সময় বিএনপি’র বিপক্ষে রাজনীতি করেছি। দেশের মানুষ জানে কি অবস্থায় চলছে বাংলাদেশে তাই গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপির সাথে যুক্ত হয়েছি। আমি অত্যন্ত বিনিতভাবে আপনাদের কাছে আহবান করছি যেভাবেই হউক আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে।
সভাপতির বক্তব্যে সাবেক সাংসদ ও মহানগর বিএনপি’র সভাপতি এড. আবুল কালাম বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে জাতীয় ঐক্যফ্রন্টের সৃষ্টি হয়েছে। এই সরকারের কাছ থেকে কোন সহযোগীতা আমরা পাবোনা। কারন ৭ দফার একটিও তারা বাস্তবায়ন করেনি। আমরা অত্যন্ত ব্যথিত দেশনেত্রীকে কারাগারে রেখে নির্বাচন করতে হচ্ছে। এই নির্বাচন আন্দোলনের একটি অংশ তাই সকলকে আহবান করবো ব্যক্তি নয় ধানেরশীষকে জয়ী করতে হবে। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ৫ আসনে এস এম আকরাম সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে জয়ী করা আমাদের ঈমানী দায়িত্ব। এখন থেকে আপনারা নির্বাচন পর্যন্ত তার কার্যালয়ে অবস্থান করবেন। নির্বাচনের দিন মাঠে থাকবেন, কেন্দ্র পাহাড়া দিবেন এবং ভোট গননা শেষ না হওয়া পর্যন্ত থাকবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, হাজী নুরু উদ্দিন, আয়সা সাত্তার, এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সম্পাদক আওলাদ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।