আবা‌রো নারায়ণগ‌ঞ্জে ভক্তদের টা‌নে আস‌ছেন আজহারী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আবা‌রো নারায়ণগ‌ঞ্জে ভক্তদের টা‌নে আস‌ছেন আর্ন্তজাতিক ইসলামী ইউনিভার্সিটি মালয়েশিয়ার পি.এইড.ডি গভেষক জনপ্রিয় ও আলোচিত ইসলামী বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আল আজহারী। এর আগে গেল বৃহস্পতিবার বন্দরের মুসাপুরে এক মাহফিলে এসছিলেন। ওইসময় লক্ষ লক্ষ ভক্তের সমাগম দেখা গেছে। যেখানে একজন হিন্দু ছেলে তার হাত ধরে নিজ ইচ্ছায় মুসলমান ধর্ম গ্রহন করে।

এরই ধারাবাহিকতায় আজ  শনিবার ( ২১ ডিসেম্বর ) রাত ৮টায় ভূইগড় সোনালী সংসদ খেলার মাঠে ৩ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের ২য় দিনে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। ইতোমধ্যেই তাকে স্বাগত জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মাহফিলের আয়োজকরা।

ওয়াজ মাহফিলের আয়োজক কাজীপাড়া যুব সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার রাত ৮টায় মাওলানা মিজানুর রহমান আল আজহারী হুজুর ওয়াজ করবেন। এদিকে আজহারীর আগমনে তার ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। লক্ষ লক্ষ মানুষের জমায়েত এখানে হবে।

প্রসঙ্গত, এর আগে গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে মাওলানা মিজানুর রহমান আল আজহারীর আগমনকে কেন্দ্র করে বিতর্কিত তামিম বিল্লাহ ও তার অনুসারীরা বিরোধীতা করেন। পরবর্তীতে আজহারীর আগমন নিয়ে উত্তেজনা তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষার খাতিরে পুলিশ প্রশাসন আজহারীর আগমনে নিষেধাজ্ঞা জানান। তবে গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শর্তসাপেক্ষে মাওলানা মিজানুর রহমান আজহারীকে বন্দরে ওয়াজ করার অনুমতি দেওয়া হয়েছে।

add-content

আরও খবর

পঠিত