আবারো পুরান ঢাকায় আগুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : পুরান ঢাকার চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আগুন লেগেছে রাজধানীতে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে পুরান ঢাকার সিদ্দিক বাজারে মুদি সর্দার মসজিদের কাছে আগুন লাগে। এ সময় আগুন নেভাতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠানো হয় তিনটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, গ্যাসের সংযোগে ছিদ্র থেকে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটকে পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। চুড়িহাট্টার ঘটনার পর আজকে পুনরায় পুরান ঢাকায় আগুন লাগলে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এর আগে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের আরও ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এ ঘটনায় অন্তত ৭০ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৪১ জন।

add-content

আরও খবর

পঠিত