নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লাসহ সমগ্র নারায়নগঞ্জের সম্পদশালী ব্যাক্তিদের এ সংকটকালীন সময়ে অসহায়দের পাশে থাকার আহবান জানিয়ে আনিসুজ্জামান অনু বলেছেন, এতদিন যারা অবৈধপন্থায় টাকাপয়সা হাতিয়ে অঢেল সম্পদের মালিক বনে গেছেন তাদের এখনই সময় সেই অবৈধ সম্পদের বৈধতা নেয়ার। আপনাদের বিশাল সম্পদের কিছু একটা অংশ খরচ করে অসহায় মানুষের ঘরে ঘরে খাবারসহ জরুরী পন্যদ্রব্য পৌছে দেন। নইলে এ সম্পদ করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর ভাইরাস হয়ে আপনাদের নি:শেষ করে দেবে। শুক্রবার (২৭ মার্চ) সকালে সেহাচর এলাকায় জীবানু নাশক স্প্রে কর্মসূচীর উদ্বোধন করে ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি ও আজকের নারায়নগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক আনিসুজ্জামান অনু এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ অবস্থায় নারায়নগঞ্জের একজন এমপি ও দুইজন কাউন্সিলর ছাড়া কোন জনপ্রতিনিধিকেই বিশেষ কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না যা সত্যিই দু:খজনক। এ অবস্থায় অবিলম্বে যার যার এলাকার গৃহবন্দী জনগনের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হওয়ার আহবান জানাচ্ছি। নইলে মারাতœক বিপর্যয় শুরু হতে পারে যা মোকাবেলা করার শক্তি কারোরই থাকবে না।
প্রসঙ্গত, যার যা কিছু আছে তাই নিয়ে করোনা ভাইরাস মোকাবেলায় মাঠে থাকতে হবে। এগিয়ে আসতে একে অপরের সহযোগিতায়। পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে নিজের হাত-মুখ, পাড়া-এলাকা-মহল্লাসহ সমগ্র দেশ।
এরই ধারাবাহিকতায় ফতুল্লার সেহাচর এলাকার যুবসমাজ ঝাপিয়ে পড়েছে করোনা মোকাবেলায়। যুবলীগ নেতা শেখ ইমান আলী ও তার সঙ্গীরা মাঠে নেমেছে জীবানু নাশক স্প্রে করে পাড়া-মহল্লা পরিচ্ছন্ন রাখার অভিযানে।
এ সময় শেখ ঈমান আলী জানান, তারা এলাকার বাসিন্দাদের করোনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে এ কয়েকদিন নিজ বাড়ীতে অবস্থানের আহবান জানান। এ ছাড়াও তারা মাস্ক বিতরনসহ এ সংকটকালীন সময়ে দু:স্থদের বিভিন্ন উপায়ে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, তরুন সমাজসেবক শেখ মো ঈমান আলী, আলম, তুষার, তুষার, জনি, রুপম, সাগর, সূরুজ, সানি।