নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি, হিন্দু-মুসলমান ভাই ভাই। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে যা যা করা দরকার সকল ধরনের কাজের দায়িত্ব জেলা বিএনপি ও অঙ্গসংগঠনেরা নিয়েছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রস্তুতি কমিটির সভা করেছি। কয়েকদিন আগে রূপঞ্জে মোস্তাফিজুর রহমান দীপু ভূইয়াসহ সভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি পাড়া-মহল্লায় ইতিমধ্যে এই ধরনের সভা হয়েছে। আপনারা জানেন আমরা আপনাদের (হিন্দু সম্প্রদায়ের) সাথে আছি। ভবিষ্যতেও থাকবো।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে বিশহরের গলাচিপাস্থ শ্রী শ্রী রামকানাই জিউর মন্দির প্রাঙ্গণে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটো, সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।