নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খতমে কোরআন, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। শনিবার বাদ আছর রেলওয়ে আিইটি কলোনী পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুমের সহধর্মীনি পারভিন ওসমান বলেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমান এ পৃথিবী থেকে চলে গেছেন ৪ বছর হয়েছে কিন্তু আপনারা যে তাকে এখনো মনে রেখেছেন তার প্রমান হচ্ছে এই অনুষ্ঠান। তার রুহের মাগফেরাত কামনায় আপনারা যে মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন সেজন্য আমি ও আমার পরিবার আপনাদের কাছে চির ঋনি। আমি এখানে এসে জানতে পেরেছি আপনারা পানির সমস্যায় ভুগছেন, পানির জন্য আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমি চেষ্টা করবো আপনাদের এ সমস্যা সমাধান করার। এছাড়াও আপনাদের এ আসনের যিনি এমপি আছেন তাকে আপনারা বিষয়টি জানান। আমাদের পক্ষ থেকে যতটুক সম্ভব আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো। আপনারা শুধু তার জন্য দোয়া করবেন যেন আল্লাহপাক ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে রাখেন।
অনুষ্ঠানে ১৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি কোরবান আলী কানুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, মামুন খান, আবু তাহের, মোস্তফা ভান্ডারি, জাতীয় ছাত্রসমাজ জেলা আহবায়ক শাহাদাত হোসেন রুপু, মহানগর আহবায়ক শাহআলম সবুজ প্রমুখ।