নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে মানব কল্যাণ পরিষদ একটি সচেতনতামূলক র্যালী বের করে। শনিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো নারায়ণগঞ্জের আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সফল ও শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ র্যালীতে অংশগ্রহণ করেন।
শ্রেষ্ঠ সংগঠক ও চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্বাবধানে সংগঠনের ব্যানারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মাসুম বিল্লাহ, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো. জহির, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফি, উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো উপজেলা অফিসার মো. জাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের যুগ্ম মহাসচিব মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সচিব জি এম মোস্তফা, সমাজকর্মী মো. শামীম, সাজিয়া আক্তার আঁখি, মরিয়ম আক্তার মীম ও মোমেন ইসলাম প্রমুখ।