নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো. রাব্বী সরকার ) : শহর জুড়ে চোখ জুড়ানো আতশবাজি ও ফানুস উড়িয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছে নারায়ণগঞ্জবাসী। ২০১৮ সালকে বিদায় জানিয়ে নতুন বছর (২০১৯)কে স্বাগত জানাতেই এ জমকালো আতশবাজির আয়োজন করা হয়। কড়া নিরাপত্তায় মঙ্গলবার (০১ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহরের চাষাঢ়া ও ওসমানী স্টেডিয়ামে আনন্দ উল্লাসে মেতে উঠেন নারায়ণগঞ্জবাসী। এ সময় আতশবাজি ফুটিয়ে (হ্যাপি নিউ ইয়ার) বলে নতুন বছরকে স্বাগত জানায় সব শ্রেণী-পেশার মানুষ।
এদিকে ব্যক্তিগত উদ্যোগে পাড়ায় মহল্লায় ও বিভিন্ন বাড়ির ছাদে ইংরেজি নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের। সাউন্ড সিস্টেমে গান ছেড়ে নেচে গেয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন তারা। বাড়ির ছাদে ছাদে ফানুস উড়ানো সহ ফুটানো হচ্ছে পটকা ও আতশবাজী।