নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : একটি আধুনিক ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় নিয়ে উদ্বোধন হলো গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার ১ম সম্মেলন। শুক্রবার ২০ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় নগরীর ২নং রেল গেটে ২ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক তরিবকুল সুজনের সভাপতিত্বে এময় দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন।
সম্মেলনের উদ্বোধন কালে রফিউর রাব্বি বলেন, সারা দেশে আজ উদ্বিগ্ন অবস্থা বিরাজমান। দেশে গণতন্ত্র নেই। মানুষ অনিরাপদ, প্রকৃতি অনিরাপদ। চারদিকে খুন, ধর্ষণ, আর লুটপাটের মহাযজ্ঞ। ঠিক এমন সময়ে গণসংহতির আধুনিক ও নিরাপদ নারায়ণগঞ্জের লক্ষ্য নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত করছে। এই সম্মেলন থেকে আশা করছি গনসংহতি আন্দোলন আমাদের প্রত্যাশা পূরণ করে রাজনীতির গুনগত পরিবর্তনের জন্য সামনে অগ্রসর হবে । নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবে।
উদ্বোধনী সমাবেশে সভাপতির বক্তব্যে তরিকুল সুজন বলেন, এই শহরে আজকে এমন একটি অবস্থা যেখানে বাসা থেকে বের হলে নিরাপদে আবার ফিরে আসার নিশ্চয়তা নেই। আপনার মেয়ে কিংবা শিশু স্কুলে গিয়ে নিরাপদে ফিরবে কিনা সে নিরাপত্তা নেই। আমরা এমন নারায়ণগঞ্জ চাই নাই। এই নারায়ণগঞ্জ বায়ান্ন উনসত্তর ও একাত্তরের সৈনিকরা চাননি। ইতিহাস বলে ঢাকার কাছের সবচেয়ে সাহসী নগরী এই নারায়ণগঞ্জ। কিন্তু এই নারায়ণগঞ্জের দুর্নাম শুধু সারাদেশ নয় পুরো বিশ্ববাসী জানে। এই নারায়ণগঞ্জকে যে কোন উপায়ে একটি বসবাস যোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে।
এসময় তরিকুল সুজন বলেন, আমরা অতীতে বলেছি এখনও বলছি, গনসংহতি আন্দোলনন একটি আধুসিক-নিরাপদ নগরী গড়ার লক্ষ্য নিয়ে সম্মেলন করছে । আমরা নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই, এটি শুধুমাত্র দলীয় সম্মেলন নয়। এটি নারায়ণগঞ্জবাসীর সম্মেলন। নিরাপদ নগরী গড়ার আন্দোলন একমাত্র গনসংহতি আন্দোলন একাই করবে না, এই দায়িত্ব সকল নারায়ণগঞ্জবাসীর। আমরা চাই নারায়নগঞ্জ একটি আধুনিক, নিরাপদ শহর হিসেবে পৃথিবীর সামনে উপস্থিত হোক।
জেলার দূরাবস্থা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, এই শহরের পাশ দিয়ে শীতলক্ষ্যা দূষিত হয়ে মরে যাচ্ছে, চাল-ডাল তেলের দাম আকাশচুম্বী হচ্ছে, সাধারন মানুষ খেতে পারছে না। ঘর থেকে বের হয়ে শিশু মরছে, কিশোর মরছে, তরুনীরা ধর্ষিত হচ্ছে এটা আধুনিক নিরাপদ নারায়ণগঞ্জ নগরীর লক্ষণ নয়। এখানে তরুন নাট্যকার চঞ্চল, ছাত্র ফেডারেশনের সদস্য তরুন সাংবাদিক শাহরিয়াজ মাহমুদ শুভ্র ছিনতাইকারীদের হাতে খুন হয়েছে। পাঁচ বছর ধরে ছেলে হত্যার বিচার চেয়ে আন্দোলন করছেন রফিউর রাব্বি, বিচার পাচ্ছেন না। আর বিচার হবেও না কারন প্রধানমন্ত্রী এটাকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করছেন। এসময় তিনি শহরের প্রধান সড়কগুলোতে আলোর ব্যবস্থা সহ শহরের ময়লার যথাযথ ব্যবস্থাপনার দাবি জানান।
তিনি একটি আধুনিক-নিরাপদ নগরী গড়ে তোলার জন্য গনসংহতি আন্দোলন যে লড়াই সংগ্রাম করছে সেই লড়াই অব্যাহত রাখার শপথ করে তিনি বলেন, আমরা এই আন্দোলনের সাহসী মুখ। আমরা চ্যালেঞ্জ করলাম সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন অব্যহত রাখবো।
সমাবেশে আলোচনা করেন, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস, মহানগর শাখা কমিটির আহ্বায়ক রফিকুল বাপ্পি, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক জাহিদুল আলম আল জাহিদ, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার সম্পাদক পপি রাণী সরকার প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান মাসুম, সিপিবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস, সমগীত সাংস্কৃতিক প্রঙ্গণের কেন্দ্রীয় সভাপতি অমল আকাশ, ছড়াকার আহমেদ বাবলু, গণসংহতি আন্দোলন বন্দর থানা কমিটির আহ্বায়ক কাউসার হামিদ, ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক মশিউর রহমান রিচার্ড, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোস্তফা, নারায়ণগঞ্জ জেলার সভাপতি শুভ দেব, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নাজমা বেগম, প্রতিবেশ আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক তারিক মাহমুদ প্রমুখ।
উদ্বোধন শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।