আদমজীতে বিহারী-পুলিশ সংঘর্ষ : গ্রেফতার ৩২, পুলিশসহ আহত ২০

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদে পুলিশের ওপর হামলার ঘটনা মামলায় ৩২ জনকে গ্রেফতার করায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ১৩ই জুন সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী – চাষঢ়া সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার আদমজীর বিহারী ক্যাম্পের শাহী জামে মসজিদে জুম্মার নামাজে ভারতে মহানবীকে নিয়ে বিতর্কিত বক্তব্যের ঘটনার বিষয়টি উল্লেখ করে মসজিদের ইমাম প্রতিবাদ করে বক্তব্য রাখছিলেন। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন বক্তব্য না দেওয়ার অনুরোধ করলে মুসল্লিরা ক্ষেপে উঠেন। এক পর্যায়ে মুসল্লিরা ওই এসআইকে জুতা ছুঁড়ে মারতে থাকেন এবং সংঘবদ্ধ হয়ে মারধর করেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০/১২৫ জনকে আসামী করে গত ১১ই জুন শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মির্জা শহীদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আজ সোমবার ভোর রাতে সুমিলপাড়া বিহারী কলোনিতে বিশেষ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৩২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সকাল ১০ টায় কলোনির বাসিন্দারা আদমজী-চাষাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে নিতে চাইলে এলাকাবাসি পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জসহ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের এ ঘটনায় ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়। আধঘন্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, সকালে লোকজন সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল ছোঁড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড টিয়ারশেল ও শতাধিক রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরুসহ ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

add-content

আরও খবর

পঠিত