আড়াইহাজারে নছিমন উল্টে কিশোর নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঈদ উপলক্ষে বেড়াতে গিয়ে নসিমন উল্টে নাঈম হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ ১৬ই মে রবিবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্বনন্দি ফেরিঘাট সড়কের জালাকান্দী এলাকার এ ঘটনা ঘটে।  নিহত নাঈম হোসেন আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়ন এর বাজবী গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে নসিমনের চালক নাঈম তার কয়েকজন বন্ধুকে নিয়ে আড়াইহাজার ফেরিঘাট এলাকায় ঘুরতে যাচ্ছিল ওই সময় জালাকান্দী এলাকায় একটি ইউটার্নের সামনে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন ঘটনাস্থলেই মারা যায় নাঈম। নিহতের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নসিমনটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত