আড়াইহাজারে চালক ও হেলপারকে কুপিয়ে ছিনতাইয়ের চেষ্টা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে চালক ও তার হেলপারকে কুপিয়ে পণ্যবাহি একটি কাভার্ড ভ্যান ছিনতাইয়ের চেষ্টা করেছে দুস্কৃতিকারীরা। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আড়াইহাজার পৌরসভা এলাকার বড়দিঘিরপাড় নামক এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পালাহা এলাকার শুক্কুর আলী মিয়ার ছেলে কাভার্ড ভ্যান চালক কানিছ (৩৮) ও কিশোরগঞ্জের আব্দুল কাসেমের ছেলে হাকিম (১৮)। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ গেলেও কাউকে আটক করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠ্যাৎ একটি চলন্ত কাভার্ডভ্যানের ভিতর থেকে তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পান। এক পর্যায়ে ঢাকা মেট্রো-অ-১১-৪৪৫৫ নাম্বারের গাড়ীটি বড় দিঘিরপাড় নামক এলাকায় একটি পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে অলিম্পিক কোম্পানীর ট্রান্সপোর্ট ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, রাত ১১টার দিতে গাড়ীটি রুপগঞ্জের ভুলতা থেকে এশিয়ান হাইওয়ে দিয়ে সোনার গাঁওয়ের বস্তল কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ৪ থেকে ৫জন ব্যক্তি গতিরোধ করে গাড়িতে উঠে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা গাড়ীটি ছিনতাইয়ের উদ্দেশ্যে নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

তিনি আরো বলেন, দুস্কৃতিকারীরা চালকের চোখ বেঁধে গাড়ী নিয়ে আড়াইহাজার হয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল। এ সময় চালক ও হেলপারকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় আপাতত একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত